(Source: ECI | ABP NEWS)
IND vs AUS: ক্যানবেরার পিচে কীভাবে অজি বধের ছক কষবেন সূর্যকুমার? ফের বৃষ্টিই তাল কাটবে খেলায়?
IND vs AUS T20: সূর্যকুমার যাদবের নেতৃত্বে কুড়ির ফর্ম্য়াটে খেলতে নামবে টিম ইন্ডিয়া। ওয়ান ডে সিরিজের ভুল শুধরে টি-টোয়েন্টি সিরিজে খেলতে নামছে ভারতীয় দল।

ক্যানবেরা: ওয়ান ডে সিরিজে প্রথম দু ম্য়াচে পেস ও বাউন্সের সামনেই নাকানিচোবানি খেতে হয়েছিল ভারতীয় ব্যাটিং লাইন আপকে। তৃতীয় ম্য়াচে রোহিত ও বিরাট রান পেলেও বাকিরা কিন্তু খুব একটা স্বচ্ছন্দে ছিলেন না কখনওই। এই পরিস্থিতিতে টি-টোয়েন্টি সিরিজে নামার আগে অজি পেস অ্যাটাকের বিরুদ্ধে খেলার প্রস্তুতিতেই বেশি করে মন দিয়েছেন ক্রিকেটাররা।
সূর্যকুমার যাদবের নেতৃত্বে কুড়ির ফর্ম্য়াটে খেলতে নামবে টিম ইন্ডিয়া। ওয়ান ডে সিরিজের ভুল শুধরে টি-টোয়েন্টি সিরিজে খেলতে নামছে ভারতীয় দল। প্রথম টি-টোয়েন্টি ম্য়াচটি আগামীকাল ২৯ অক্টোবর খেলা হবে ক্যানবেরার মানুকা ওভালে। কেমন থাকছে সেখানকার পিচ?
সাধারণত মানুকা ওভালের পিচ ব্য়াটারদের স্বর্গরাজ্য। যদিও বাউন্স থাকবেই, কিন্তু এরমধ্যেই বড় রান করার সুযোগ থাকছে ব্যাটারদের সামনে। এখানকার পিচে সাধারণ স্পিনাররাও সুবিধে পান। সেক্ষেত্রে ভারতের স্পিন আক্রমণে কুলদীপ ও বরুণ জুটিকে দেখার সম্ভাবনা উজ্জল। এশিয়া কাপেও এই দুই স্পিনারই ভারতের তুরুপেস তাস ছিলেন। এছাড়াও স্পিনার অলরাউন্ডার হিসেবে অক্ষর পটেলকে দেখা যাবে।
প্রথম টি-টোয়েন্টিতে কি তাল কাটতে পারে বৃষ্টি?
ওয়ান ডে সিরিজে পারথে খেলার মাঝে মাঝেই বৃষ্টি হয়েছে বারবার। যার জন্য ওভার সংখ্যাও কমে গিয়েছিল। ৫০ ওভারের ম্য়াচ শেষ পর্যন্ত ২৬ ওভারের ম্য়াচে এসে দাঁড়িয়েছিল। তবে প্রথম টি-টোয়েন্টিতে তেমন হওয়ার সম্ভাবনা নেই। স্থানীয় আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে ২৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ওভার সংখ্যা হয়ত কমবে না।
টি-টোয়েন্টি ফর্ম্য়াট মানেই চার-ছক্কার বন্যা দেখতে পাওয়া যায়। আগামীকালের ম্য়াচেও তেমন সম্ভাবনা রয়েছে। ভারতীয় শিবিরে কুড়ির ফর্ম্যাট স্পেশালিস্ট অভিষেক শর্মা, তিলক বর্মা, রিঙ্কু সিংহরা রয়েছেন। অস্ট্রেলিয়া শিবিরেও ফিরেছেন জশ ইংলিশ, টিম ডেভিড, নাথান এলিসরা। ওয়ান ডে ফর্ম্য়াট থেকে বিশ্রাম দেওয়া হয়েছিল জসপ্রীত বুমরাকে। তিনি ফিরছেন টি-টোয়েন্টি ফর্ম্য়াটে। অবশ্যই অনেকটা তরতাজা হয়ে মাঠে নামবেন বুমরা। ফলে বুমরার চারটি ওভারে প্রত্যেক ম্য়াচে বেশ চ্যালেঞ্জের মুখেই ফেলবে অজি ব্য়াটারদের।
আগামী বছর টি-টােয়েন্টি বিশ্বকাপ ভারতের মাটিতে। তার আগে অস্ট্রেলিয়ায় এই টি-টোয়েন্টি সিরিজ জিততে পারলে তা দলের জন্য বিরাট ইতিবাচক একটা মুহূর্ত হবে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে এর আগে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ভারতীয় দল। তাই এই সিরিজে প্রত্যেকেই চাইবেন নিজের সেরাটা উজার করে দিতে।




















