IND vs AUS: লজ্জার ব্যাটিংয়ে একমাত্র প্রাপ্তি অভিষেকের অর্ধশতরান, কোনওরকমে ১২৫ বোর্ডে তুলল ভারত
IND vs AUS T20: এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক মিচেল মার্শ। আগের ম্য়াচেও টস জিতেছিলেন মার্শই। এদিনও তিনিই জিতলেন।

মেলবোর্ন: নবি মুম্বইয়ে আগের রাতেই বিশ্বরেকর্ড গড়ে রান তাড়া করে ম্য়াচ জিতেছে মেয়েরা। বিশ্বকাপের মঞ্চে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। পরের দিনই ফের একবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামল ভারত। তবে এবার মেয়েরা নয়, ছেলেরা। টি-টোয়েন্টি (T20 Series) সিরিজের দ্বিতীয় ম্য়াচ খেলতে নেমে লজ্জার ব্যাটিংয়ের নমুনা রাখলেন দলের ব্য়াটাররা। প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ১২৫ রানে অল আউট হয়ে গেল টিম ইন্ডিয়া। হ্যাজেলউড একাই ৩ উইকেট তুলে নিলেন।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক মিচেল মার্শ। আগের ম্য়াচেও টস জিতেছিলেন মার্শই। এদিনও তিনিই জিতলেন। ইনিংসের প্রথম বলেই লেগবিফোরের আবেদন করেছিলেন জশ হ্যাজেলউড। গিল অল্পের জন্য বেঁচে যান ডি আর এস নিয়ে। কিন্তু সেই সুযোগের পারেননি। মাত্র ৫ রান করে সেই হ্যাজেলউডের বলেই ক্যাচ আউট হয়ে ফেরেন। এরপর শুধুই আসা যাওয়ার পালা ছিল ভারতীয় শিবিরে। পরপর উইকেট হারাতে থাকে তাঁরা। তিন নম্বরে নেমেছিলেন সঞ্জু স্য়ামসন। কিন্তু তিনিও রান পেলেন না। আগের ম্য়াচে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু এদিন ফের ব্যর্থ হলেন সূর্যকুমার যাদব। ভারতের টি-টোয়েন্টি ফর্ম্য়াটের ক্যাপ্টেনের ব্যাটে গত ১৫ টি-টোয়েন্টি ইনিংসে কোনও অর্ধশতরানের ইনিংস খেলতে পারেননি সূর্য। পঞ্চাশ রান বোর্ডে তোলার আগেই পাঁচটি উইকেট পড়ে যায় ভারতের।
একদিকে উইকেট পড়ছে, অন্য়দিকে অভিষেক শর্মা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। নিজের রান তোলার গতিও বজা রেখেছিলেন। কিন্তু যোগ্য সঙ্গ পাননি তিনি উল্টোদিক থেকে। অভিষেককে কিছুটা সঙ্গ দেন হর্ষিত রানা এসে। তিনি ৩টি বাউন্ডারি ও একটি ছক্কার সাহায্য়ে ৩৩ বলে ৩৫ রানের ইনিংস খেলেন। তিনি ও অভিষেক মিলেই দলের স্কোর একশোর গণ্ডি পার করিয়ে দেন। হর্ষিতের ইনিংসটি এখানে ভীষণই গুরুত্বপূর্ণ। নইলে হয়ত একশো রানের গণ্ডিও পেরত না ভারত। শেষ পর্যন্ত অভিষেক ৬৮ রানে ফিরতেই অল আউট হয়ে যায় ভারত। ১২৫ রানের বেশি তুলতে পারেনি তারা বোর্ডে।
View this post on Instagram




















