পারথ: পেসারদের স্বর্গরাজ্য বলেই পরিচিত পারথের ওপটাস স্টেডিয়াম। আগামী ২২ নভেম্বর থেকে পাঁচদিন টানা কামিন্স, স্টার্কদের সঙ্গে বুমরা, সিরাজ, আকাশ দীপদের দাপটও দেখা যাবে বলেই আশা রাখছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কিন্তু টেস্ট ম্য়াচের ভেন্যু হিসেবে কিন্তু একেবারেই নতুন এই ভেন্যু। ২০১৮ সাল থেকে পথ চলা শুরু করে এখনও পর্যন্ত মাত্র চারটি টেস্ট ম্য়াচই আয়োজিত হয়েছে ওপটাস স্টেডিয়ামে। এক নজরে দেখে নেওয়া যাক পারথের এই স্টেডিয়ামের রেকর্ড ও পরিসংখ্যান সম্পর্কে।


এখনও পর্যন্ত অস্ট্রেলিয়া এই স্টেডিয়ামে যে চারটি টেস্ট ম্য়াচ খেলতে নেমেছে, চারটি ম্য়াচেই জয় ছিনিয়ে নিয়েছে তাঁরা। অন্যদিকে ২০১৮ সালে ভারতীয় ক্রিকেট দল একবার মাত্র এই ভেন্যুতে খেলেছে। সেবারের বর্ডার গাওস্কর ট্রফির সেই ম্য়াচটি হারতে হয়েছিল বিরাটের দলকে।


২০১৮-১৯ সালের সেই বর্ডার গাওস্কর ট্রফিতে ওপটাস স্টেডিয়ামের সেই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল অস্ট্রেলিয়া। ৩২৬ রানে প্রথম ইনিংসে অল আউট হয়ে যায় ভারত। তার পরিবর্তে ভারত ২৮৩ রান বোর্ডে তুলে নেয়। বিরাট কোহলির ১২৩ ও অজিঙ্ক রাহানের অর্ধশতরান হাঁকান। দ্বিতীয় ইনিংসে অজিরা ২৪৩ রানে অল আউট হয়। শামি ও বুমরা গুরুত্বপূর্ণ উইকেট নেয়। ২৮৭ রানের লক্ষ্য়মাত্রা তাড়া করতে নেমে ১৪০ রানে অল আউট হয়ে যায় ভারত। অজিরা সেই ম্য়াচ ১৪৬ রানে জিতে যায়।


ওপটাস স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করা দল চারটি টেস্টের চারটিতেই জয় ছিনিয়ে নিয়েছে। প্রথম ইনিংসে গড় স্কোর ৪৫৬। দ্বিতীয় ইনিংসে গড় স্কোর ২৫০। তৃতীয় ইনিংসে গড় স্কোর ২১৮ ও চতুর্থ ইনিংসে তা ১৮৩। ওয়েস্ট ইন্ডিদের বিরুদ্ধে ৫৯৮/৪ রান বোর্ডে তুলেছিল অস্ট্রেলিয়া। সেটিই দলীয় সর্বোচ্চ এই মাঠে। সর্বনিম্ন পাকিস্তান অল আউট হয়ে গিয়েছিল ৮৯ রানে। 


ওপটাস স্টেডিয়ামে ১৪৬ রানে ভারতের বিরুদ্ধে জিতেছিল অস্ট্রেলিয়া। এছাড়া পারথের ওয়াকায় চারবার মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। ১৯৭৭ সালে প্রথমবার অজিরা ২ উইকেটে ভারতকে হারিয়ে দেয়। ১৯৯২ সালে ৩০০ রানে জয় ছিনিয়ে নেয় অজিরা। ২০০৮ সালে ওয়াকায় ঐতিহাসিক ৭২ রানে জিতে যায় ভারত। ২০১২ সালের ম্য়াচে ইনিংসে ম্য়াচ জেতে অজিরা। 


পারথে ওয়াকা ও ওপটাস স্টেডিয়াম মিলে ভারত ও অস্ট্রেলিয়ার প্লেয়ারদের মধ্যে সর্বাধিক রান বিরাট কোহলির ঝুলিতে। তিনি ২৫৯ রান করেছেন এখনও পর্যন্ত। সর্বাধিক ১০ উইকেট ঝুলিতে পুরেছেন বিষেন সিংহ বেদী।