IND vs AUS: নেই বিরাট, রোহিত, তবুও নিমেষেই শেষ ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি ম্য়াচে সব টিকিট
IND vs AUS Series: টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দল অস্ট্রেলিয়ায় গিয়ে তিনটি ওয়ান ডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্য়াচ খেলবে। অস্ট্রেলিয়ার মাটিতে শেষবার হয়ত খেলতে দেখা যাবে ২ ভারতীয় ক্রিকেটারকে।

মেলবোর্ন: অস্ট্রেলিয়া সফরে ওয়ান ডে সিরিজে জাতীয় দলের জার্সিতে খেলতে দেখা যাবে বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মাকে (Rohit Sharma)। শুভমন গিলের নেতৃত্বাধীন যে দল ঘোষণা করা হয়েছে, তাতে জায়গা পেয়েছেন ২ অভিজ্ঞ তারকাই। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ফের একবার তাঁদের ভারতীয় দলের জার্সি গায়ে চাপাতে দেখা যাবে। কিন্তু টি-টোয়েন্টি সিরিজে দুজনের কেউই থাকছেন না। তাতে কি? বিরাট-রোহিত হীন ভারতীয় দলের টি-টোয়েন্টি ম্য়াচ দেখার জন্য উন্মাদনায় কোনও খামতি নেই।
টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দল অস্ট্রেলিয়ায় গিয়ে তিনটি ওয়ান ডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্য়াচ খেলবে। অস্ট্রেলিয়ার মাটিতে শেষবার হয়ত খেলতে দেখা যাবে ২ ভারতীয় ক্রিকেটারকে। তাঁদের দেখার জন্য টিকিটের চাহিদা নিঃসন্দেহে বাড়ছে। সিডনিতে আগামী ২৫ অক্টোবর তৃতীয় তথা সিরিজের শেষ ওয়ান ডে ম্য়াচের টিকিট নিয়ে কাড়াকাড়ি লেগে গিয়েছে প্রায়। তবে উল্লেখযোগ্য বিষয় হল প্রথম টি-টোয়েন্টি ম্য়াচের টিকিট না কি সব বিক্রি হয়ে গিয়েছে। আগামী ২৯ অক্টোবর এমসিজিতে প্রথম টি-টোয়েন্টি। সূর্যকুমার যাদবের নেতৃত্বে খেলতে নামবে ভারতীয় দল। সেই সিরিজে ভারতের সহ অধিনায়ক শুভমন গিল। যিনি আবার ওয়ান ডে ফর্ম্য়াটে ভারতের নতুন অধিনায়ক এখন।
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের তরফেও আভাস দেওয়া হয়েছিল যে দুই কিংবদন্তি ক্রিকেটারকে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে সংবর্ধিত করা হতে পারে। যদিও এই বিষয়ে এখনও চূড়ান্ত সিলমোহর দেওয়া হয়নি।
এদিকে, আসন্ন অস্ট্রেলিয়া সফরে ওয়ান ডে সিরিজে হারবে ভারত, এমনটাই মনে করেন অ্য়ারন ফিঞ্চ। ২০১৫ সালে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন অ্য়ারন ফিঞ্চ। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের ক্যাপ্টেন ছিলেন ফিঞ্চ। প্রাক্তন অজি তারকা আরও একটা বিষয় দেখতে মুখিয়ে আছেন। তা হল গিলের নেতৃত্বে ভারতীয় দল কেমন পারফর্ম করে। ২৬ বছর বয়সি তরুণ ভারতীয় ব্যাটারের প্রশংসা করে ফিঞ্চ বলেন, ''শুভমন অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করেছে। টি-টোয়েন্টি ফর্ম্যাটে আইপিএলে বেশ কয়েক বছর ধরে নেতৃত্ব দিচ্ছেন। আমি নিশ্চিত এই সিরিজেও ও নেতৃত্বে ছাপ রাখবে।'' প্রাক্তন অজি ওপেনার আরও বলেন, ''খাতায় কলমে এই মহারণটি হাড্ডাহাড্ডিই হবে। কিন্তু আমার মনে হয় ওয়ান ডে সিরিজে কিছুটা এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া। সিরিজে ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেবে অজি ব্রিগেড।" অর্থাৎ ফিঞ্চের কথা যদি সত্যি হয়, তাহলে ওয়ান ডে ফর্ম্য়াটে অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজেই হারের মুখে পড়তে হচ্ছে গিলকে।




















