ক্যানবেরা: পরের বছর দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপ। তার আগে যে দল নিয়ে খুব বেশি পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটচে চায় না, তা স্পষ্ট করে দিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়ার (India vs Australia) মাটিতে টি-২০ ম্যাচেও তিন স্পিনার নিয়ে নামছে ভারত। পেসারদের জন্য বাড়তি গতি ও বাউন্স থাকে বলে যে অস্ট্রেলিয়া বিখ্যাত, সেখানে টি-২০ ম্যাচে দুজন পেসারকে একাদশে রেখে অজিদের মহড়া নিতে নামছে ভারত। হর্ষিত রানা ও যশপ্রীত বুমরা।

Continues below advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে হেরে গিয়েছিল ভারত। তবে টি-২০ সিরিজে জিততে মরিয়া ভারতীয় দল। বিশেষ করে সামনের বছর টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে ছন্দ ও ধারাবাহিকতা বজায় রাখাই ভারতীয় দলের মূল লক্ষ্য। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে একাদশ তৈরি নিয়ে খুব বেশি ছক ভাঙা পথে হাঁটলেন না কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক সূর্যকুমার যাদবরা।

তবে অনেকেই ভেবেছিলেন যে, দুই স্পিনার নিয়ে হয়তো একাদশ সাজানো হবে। ঘটনা হচ্ছে, বুধবার টসের পর ভারত অধিনায়ক যখন টিমলিস্ট প্রকাশ করেন, সেখানে জ্বলজ্বল করছে তিন স্পিনারের নাম - অক্ষর পটেল, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।

Continues below advertisement

টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিং করতে পাঠিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। যদিও প্রথমে ব্যাটিং করতে হওয়ায় খুশি সূর্যকুমার। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলের সঞ্চালক রবি শাস্ত্রীকে স্কাি বলেন, 'আমরা প্রথমে ব্যাট করে নিতেই চেয়েছিলাম। কারণ ম্যাচ যত গড়াবে পিচ মন্থর হয়ে পড়বে। আমাদের দলের সকলের কাছে নিজেদের ভূমিকাটা স্পষ্ট। ওদের কাছে কী প্রত্যাশা করা হচ্ছে ওরা জানে। তবে একাদশ বেছে নিতে গিয়ে কাকে খেলাব আর কাকে বাদ দেব, সেই চিন্তা থাকাটা ভাল। রিঙ্কু সিংহ, ওয়াশি (ওয়াশিংটন সুন্দর), জিতেশ শর্মা, অর্শদীপ সিংহ ও নীতীশ কুমার রেড্ডিকে বাইরে রাখা হয়েছে।'

 

ভারতের একাদশ: অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, অক্ষর পটেল, হর্ষিত রানা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও যশপ্রীত বুমরা।

অস্ট্রেলিয়ার একাদশ: মিচেল মার্শ (অধিনায়ক), ট্র্যাভিস হেড, জশ ইংলিস (উইকেটকিপার), টিম ডেভিড, মিচেল ওয়েন, মার্কাস স্টোইনিস, জশ ফিলিপ, জ়াভিয়ার বার্টলেট, নাথান এলিস, ম্যাথু কানেমান ও জশ হ্যাজলউড।