IND vs AUS T20: গিল বাউন্ডারি হাঁকাতেই ক্যামেরায় ধরা পড়লেন লাস্যময়ী সারা, পরের বলেই আউট তারকা ব্যাটার
IND vs AUS: তৃতীয় টি-টোয়েন্টি ম্য়াচে অর্শদীপ সিংহ ও ওয়াশিংটন সুন্দরকে খেলিয়েছিল টিম ম্য়ানেজমেন্ট। দুজনেই নিজের নামের প্রতি সুবিচার করলেন।

হোবার্ট: তাঁদের প্রেমের গুঞ্জন নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে। এমনও শোনা গিয়েছিল যে বিভিন্ন অনুষ্ঠানে, রেস্টুরেন্টে তাঁরা না কি একসঙ্গে উপস্থিত হয়েছেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই দূরত্ব বেড়েছে। শুভমন গিল ও সারা তেন্ডুলকরকে আবার একসঙ্গে দেখা গেল। না তাঁরা পাশাপাশি নয়। কিন্তু গিলের ম্য়াচ দেখতে স্টেডিয়ামে হাজির হয়ে গেলেন সারা তেন্ডুলকর। হোবার্টে তৃতীয় টি-টোয়েন্টি ম্য়াচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। সেই ম্য়াচেই মাঠে যখন গিল, তখনই দেখা গেল ভিআইপি বক্স আলো করে সারা তেন্ডুলকর।
১৮৭ রান তাড়া করতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। ওপেনে অভিষেক শর্মার সঙ্গে ব্য়াট করতে নেমেছিলেন শুভমন গিল। যদিও খুব বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি ভারতীয় দলের সহ অধিনায়ক। তিনি ১২ বলে ১৫ রানের ইনিংস খেলে আউট হন। নাথান এলিসের বলে লেগবিফোর হওয়ার আগের বলেই বাউন্ডারি হাঁকিয়েছিলেন গিল। ঠিক তখনই আচমকা ক্যামেরা ধরে সারা তেন্ডুলকরকে। হঠাৎ করে তাঁর দিকে ফোকাস ক্যামেরা এটা বুঝতে পেরে কিছুটা অপ্রস্তুত মনে হচ্ছিল সচিন কন্যাকে। আর তার পরের বলেই আউট হয়ে যান গিল। ডি আর এস নিয়েছিলেন। কিন্তু কোনও কাজে আসেনি তা।
এদিকে, তৃতীয় টি-টোয়েন্টি ম্য়াচে অর্শদীপ সিংহ ও ওয়াশিংটন সুন্দরকে খেলিয়েছিল টিম ম্য়ানেজমেন্ট। দুজনেই নিজের নামের প্রতি সুবিচার করলেন। অর্শদীপ তো ৩ উইকেট একাই তুলে ম্য়াচের সেরার পুরস্কারও জিতে নিলেন। অন্য়দিকে ফিল্ডিংয়ে টিম ডেভিডের গুরুত্বপূর্ণ ক্যাচ মিস করেছিলেন। কিন্তু ব্য়াট হাতে তা পুষিয়ে দিলেন ওয়াশিংটন সুন্দর।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারায় ভারত। ১৬ বলে ২৫ রান করে পেরেন অভিষেক শর্মা। ১২ বলে ১৫ রান করেন শুভমন গিল। গ্যালারিতে তখন ম্য়াচ দেখছেন সারা তেন্ডুলকর। সূর্যকুমার যাদব (১১ বলে ২৪ রান), তিলক বর্মা (১৬ বলে ২৯ রান), অক্ষর পটেল (১২ বলে ১৭ রান)-রা ঝোড়ো ইনিংস খেললেও ক্রিজে থিতু হতে পারেননি।
চাপের মুখে ৬ নম্বরে ব্যাট করতে নেমে ২৩ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলে ভারতকে জেতালেন। হোবার্টে ৯ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে টি-২০ সিরিজে সমতা ফেরাল ভারত। পাঁচ ম্যাচের সিরিজ তিন ম্যাচের পর আপাতত ১-১। বাকি দুই ম্যাচে হবে সিরিজের ফয়সালা।




















