Shreyas Iyer: এশিয়া কাপের পর অস্ট্রেলিয়া সিরিজেও কুড়ির ফর্ম্য়াটে ব্রাত্য শ্রেয়স, কিন্তু কেন?
IND vs AUS T20: টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ভারতীয় দলের জার্সিতে সুযোগ না মিললেও ওয়ান ডে ফর্ম্যাটে সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। শুভমন গিল অধিনায়ক নির্বাচিত হয়েছেন।

মুম্বই: গত আইপিএলে তাঁর ব্যাট থেকে ভুরিভুরি রান এসেছিল। পঞ্জাব কিংসকে টুর্নামেন্টের ফাইনালে তোলার পেছনে তাঁর অবদানই ছিল বিরাট। অধিনায়ক হিসেবে সাফল্যও পেয়েছেন এই ফর্ম্য়াটে। কিন্তু জাতীয় দলের জার্সিতে কুড়ির ফর্ম্য়াটে আরও একবার ব্রাত্য রয়ে গেলেন শ্রেয়স আইয়ার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। সেই সিরিজেই বাদ পড়েছেন শ্রেয়স। উল্লেখ্য, এর আগে গত এশিয়া কাপ টি-টোয়েন্টি স্কোয়াডেও ভারতীয় দলে সুযোগ হয়নি শ্রেয়সের।
আইপিএলে গত মরশুমে পঞ্জাব কিংসের নেতৃত্বভার সামলেছিলেন শ্রেয়স আইয়ার। পঞ্জাবকে ফাইনালে তুলেছিলেন। এর আগের মরশুমে কেকেআর আইপিএলে খেতাব জিতেছিল শ্রেয়সের নেতৃত্বেই। ২৬.৭৫ কোটি টাকা দিয়ে শ্রেয়সকে আইপিএলে পঞ্জাব কিংস নিয়েছিল। এই মরশুমে ৬০৪ রান করেছিলেন ব্যাট হাতে। কিন্তু তবুও এশিয়া কাপে সুযোগ হয়নি। এই বিষয়ে নির্বাচকমণ্ডলীর তরফে জানানো হয়েছে, ''টিমের কম্বিনেশনের জন্য এই মুহূর্তে শ্রেয়সকে টি-টোয়েন্টি ফর্ম্যাটের জাতীয় দলে সুযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। তবে শ্রেয়সের ফর্ম নিয়ে কোনও সংশয় নেই বোর্ডের।''
টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ভারতীয় দলের জার্সিতে সুযোগ না মিললেও ওয়ান ডে ফর্ম্যাটে সহ অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। রোহিত শর্মাকে সরিয়ে শুভমন গিলকে অধিনায়ক বেছে নেওয়া হয়েছে ওয়ান ডে ফর্ম্য়াটেও।
ভারতীয় 'এ' দলের বিরুদ্ধে অস্ট্রলিয়া 'এ' দল খেলছে সম্প্রতি। সেখানে শ্রেয়সকেই নেতৃত্বভার দেওয়া হয়েছিল। শ্রেয়স বোর্ডকে জানিয়েছেন তাঁর পিঠের পরিস্থিতি তাঁর পক্ষে একাধিক দিন পর পর মাঠে নামাটা কঠিন করে তুলেছে। সেই কারণেই তিনি ভারতীয় 'এ' দলের হয়ে মাঠে নামেননি। শ্রেয়সকে অবশিষ্ট ভারতীয় একাদশের হয়ে ইরানি ট্রফিতে খেলতে দেখা যাওয়ার সম্ভাবনা ছিল। তবে এই ইমেলের পর রঞ্জি চ্যাম্পিয়ন বিদর্ভের বিরুদ্ধে তাঁর মাঠে নামা হচ্ছে না।
শ্রেয়সের পিঠের চোট কিন্তু নতুন নয়। ২০২২ সালের ডিসেম্বর মাসেও এই একই সমস্যা হয়েছিল তাঁর। সেই কারণেই পরের বছর বর্ডার-গাওস্কর ট্রফির মাঝপথ থেকে সরে দাঁড়িয়েছিলেন শ্রেয়স। এই চোটের জেরে শ্রেয়সের অস্ত্রোপ্রচার হয় এবং সেই বছর তিনি আইপিএলে খেলতেও পারেননি। এই পিঠের সমস্যার কথা জানিয়েই শ্রেয়স মুম্বইয়ের হয়ে ঘরোয়া ক্রিকেটে মাঠে নামেননি। এর জেরে প্রবল বিতর্ক শুরু হয়। এর জেরেই তিনি বিসিসিআইয়ের বার্ষিক চুক্তি থেকেও বাদ পড়েছিলেন। ফের একবার এই পিঠের চোটের জেরেই আবারও সরে দাঁড়ালেন তিনি।




















