হায়দরাবাদ: আন্তর্জতিক ক্রিকেটে অভিষেকে বাজিমাত করেছেন ময়ঙ্ক যাদব (Mayank Yadav)। প্রথম আন্তর্জাতিক ওভারেই মেডেন দিয়েছিলেন। তৃতীয় ম্য়াচে ভারতের বোলিংয়ের সময় প্রথম বলেই উইকেট তুলে নিয়েছিলেন তরুণ পেসার। পারভেজ হোসেন ঈমনকে প্যাভিলিয়নে ফেরান তিনি। আগের ২ ম্য়াচে মাঝের ওভারে বল করতে এলেও তৃতীয় টি-টোয়েন্টিতে (T20 International Cricket) অর্শদীপ না খেলায় ওপেনিং ওভার করার সুযোগ এসেছিল। নতুন বলে শুরুতেই ধাক্কা দেন তিনি। ঈমনের ক্যাচ লুফে নেন রিয়ান পরাগ।  


এরসঙ্গে সঙ্গেই এলিট লিস্টে যোগ দিলেন ময়ঙ্ক। ভারতের চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে কোনও ইনিংসের প্রথম বলেই উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন ডানহাতি এই পেসার। এর আগে ভারতের হয়ে ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিংহ ও হার্দিক পাণ্ড্য এই নজির গড়েছিলেন। ম্য়াচে ময়ঙ্ক মোট ২ উইকেট নেন। নিজের ৪ ওভারের স্পেলে ৩২ রান খরচ করে ২ উইকেট নেন ময়ঙ্ক। ঈমন ছাড়া তাঁর শিকার মাহমুদুল্লাহ রিয়াদ। নিজের শেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্য়াচে ময়ঙ্কের শিকার হয়ে মাঠে ছাড়েন ৩৮ বছরের অভিজ্ঞ বাংলাদেশি ব্যাটার। ৩ ম্য়াচে ঝুলিতে পুরলেন ময়ঙ্ক মোট ৪ উইকেট।  শনিবার হায়দরাবাদে ভারত বনাম বাংলাদেশ তৃতীয় টি-২০ ম্যাচ ছিল কার্যত নিয়মরক্ষার। সেই ম্যাচে বাংলাদেশকে ১৩৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দিল ভারত। সেই সঙ্গে টি-২০ বিশ্বচ্যাম্পিয়নরা প্রমাণ করে দিল, ক্রিকেটের এই ফর্ম্যাটে এই মুহূর্তে তারা অপ্রতিরোধ্য।


প্রথমে ব্যাট করে রেকর্ড রান তুলেছিল ভারত। বাংলাদেশ বোলিংকে ছারখার করে ২৯৭/৬। কোনও টেস্ট খেলিয়ে দেশের সর্বোচ্চ টি-২০ স্কোর তুলেছিল ভারত। ভেঙে দিয়েছিল আফগানিস্তানের রেকর্ড। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৬৪/৭ স্কোরে আটকে গেল বাংলাদেশ।


 






বাংলাদেশের ক্রিকেটারেরা ভারতে এসেছিলেন পাকিস্তানকে তাদের দেশে গিয়ে ঐতিহাসিক টেস্ট সিরিজে হারিয়ে। আত্মবিশ্বাসে টগবগ করতে করতে। ভারতের কাছে দুই ফর্ম্যাটে গো হারান পরাজয়ের পর যদিও আত্মবিশ্বাসের সেই ফানুস চুপসে গিয়েছে বলেই মত ওয়াকিবহাল মহলের। শুধুমাত্র প্রথম টেস্টের প্রথম সেশন ছাড়া গোটা সফরে আর কখনওই ভারতকে প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলতে পারেনি বাংলাদেশ।