কলকাতা: কিছুদিন আগেই পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে জয় ছিনিয়ে নিয়েছিল বাংলাদেশ (India vs Bangladesh)। নিজেদের ঘরের মাঠেই পাকিস্তানকে টেস্ট সিরিজে হারতে হয়েছিল। দু ম্য়াচের টেস্ট সিরিজে শান মাসুদের (Shan Masood) দলকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে নামবে টিম ইন্ডিয়া। ২ ম্য়াচের টেস্ট সিরিজে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে নাজমুল হোসেন শান্তর দল। আর সেই সিরিজের আগে রোহিতদের সতর্ক করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।


এক সাক্ষাৎকারে প্রাক্তন বিসিসিআই সভাপতি বলেন, ''বাংলাদেশ পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানকে হারিয়ে এসেছে। এটা কিন্তু একেবারেই সহজ বিষয় না। বাংলাদেশের প্লেয়ারদের প্রথমে শুভেচ্ছা জানাতে চাই। কিন্তু ভারতীয় দল আলাদা। এই দল দেশের মাটিতে হোক বা বিদেশের মাটিতে। বরাবরই অপ্রতিরোধ্য।'' এই নিয়ে তৃতীয়বার টেস্ট সিরিজ খেলতে ভারতে আসতে চলেছে বাংলাদেশ। এর আগে ২০১৬-১৭ মরশুমে ভারতে এসে বাংলাদেশ ০-১ ব্যবধানে হেরে গিয়েছিল। এরপর ২০১৯-২০ মরশুমে বাংলাদেশ ভারত সফরে এসে ০-২ ব্যবধানে সিরিজ হেরে গিয়েছিল।





প্রাক্তন ভারত অধিনায়ক ও বিসিসিআই সভাপতি বলেন, ''আমি কখনওই এটা দেখতে চাইব না যে বাংলাদেশে এখানে এসে টেস্ট সিরিজ জিতুক। অবশ্য়ই ভারতই জিতবে সিরিজ। কিন্তু ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জ আসতে পারে। কারণ বাংলাদেশ পাকিস্তানকে ওদের দেশে হারিয়ে এসেছে। আত্মবিশ্বাসে টগবগ করছে ওঁরা।''

 

এদিকে, আর জি কর হাসপাতালে অপরাধীদের কঠোরতম শাস্তি চেয়ে ফের সরব হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার রাফ্ট কসমিক ইভি স্কুটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ বলেন, "আমি সুপ্রিম কোর্টের শুনানি সম্পর্কে এখনও কিছু জানি না। তবে চাইব অরাজনৈতিক মানুষ যে ভাবে রাস্তায় নেমেছেন, নির্যাতিতা মেয়েটি যেন সুবিচার পায়। এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে গোটা বিশ্বের সামনে উদাহরণ তৈরি হয়। বিচার পেতে হয়তো সময় লাগে। কিন্তু সাধারণ মানুষ যে ভাবে রাস্তায় নেমেছেন, তা সত্যিই দেখার মতো।"


তিনি নিজে মোমবাতি জ্বেলে প্রতিবাদে শামিল হয়েছিলেন। তাঁর স্ত্রী তথা নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়, কন্যা সানা গঙ্গোপাধ্যায় রাস্তায় নেমেছিলেন। মিছিলে হেঁটেছিলেন বিচারের দাবিতে। সৌরভ সোমবার বলেছেন, "যে বা যারা এই কাজটা করেছে, তাদের শাস্তি দিতেই হবে। আর এমন শাস্তি দিতে হবে, তা যেন সারা পৃথিবীর কাছে দৃষ্টান্ত হয়ে থেকে যায়।"