IND vs ENG 1st Test Live: হায়দরাবাদ টেস্টে ২৮ রানে ভারতকে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল ইংল্যান্ড
IND vs ENG Day 4 Live: চতুর্থ দিনের শুরুতে ১২৬ রানে এগিয়ে ইংল্যান্ড, হাতে রয়েছে চার উইকেট
ভারতের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভাঙলেন টম হার্টলি। একাই ৭ উইকেট তুলে নিলেন ইংল্যান্ডের স্পিনার। জয় ইংল্যান্ডের।
ভারতের নবম উইকেটের পতন। এবার হার্টলের বলে স্ট্যাম্প আউট হলেন অশ্বিন।
ভারতের অষ্টম উইকেটের পতন। কে এস ভরত প্যাভিলিয়নে ফিরলেন ২৭ রান করে।
কোনওক্রমে ১৫০ রানের গণ্ডি পার করল ভারতীয় দল। ভারত ও অশ্বিন ইতিমধ্যেই ৩৪ রান যোগ করে ফেলেছেন। ৫৭ ওভার শেষে ভারতের স্কোর ১৫৩/৭। অশ্বিন ১৫ ও ভারত ১৮ রানে ব্যাট করছেন।
ভারতের জন্য জয়ের লক্ষ্য ১০০-র কমে নেমে এল। ৪৯ ওভার শেষে ভারতের স্কোর ১৩৬/৭। বর্তমানে আর অশ্বিন আট ও কেএস ভারত নয় রানে ব্যাট করছেন।
বেন স্টোকসের অনবদ্য ফিল্ডিংয়ে ফের ধাক্কা ভারতের। ডাইরেক্ট হিটে রবীন্দ্র জাডেজাকে রান আউট করলেন স্টোকস। ১১৯ রানে ছয় উইকেট হারাল ভারত। টিম ইন্ডিয়ার জয়ের জন্য এখনও ১১২ রানের প্রয়োজন।
দিনের শেষ সেশনের প্রথম ওভারেই সাফল্য পেল ইংল্যান্ড। ফের একবার বল হাতে ইংল্যান্ডকে উইকেট এনে দেন টম হার্টলি। ১৭ রানে সাজঘরে ফিরলেন অক্ষর। কেএল রাহুলকে সেট দেখাচ্ছিল। কিন্তু তাঁকেও ২২ রানে ফেরালেন রুট। ১০৭ রানেই আধা ভারতীয় দল সাজঘরে ফিরল
চা পানের বিরতিতে ভারতের স্কোর তিন উইকেটের বিনিময়ে ৯৫ রান। চতুর্থ উইকেটে অক্ষর ও রাহুল ইতিমধ্যেই ৩২ রান যোগ করে ফেলেছেন। অক্ষর ১৭ ও রাহুল ২১ রানে ব্যাট করছেন।
তিন উইকেট হারানোর পর বেশ দেখেশুনে ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অক্ষর ও কেএল রাহুল। রাহুল ১১ ও অক্ষর পাঁচ রানে ব্যাট করছেন। ২৪ ওভার শেষে ভারতের স্কোর ৭৩/৩। ভারতের ম্যাচ জিততে আরও ১৫৮ রানের প্রয়োজন।
ভাল ছন্দে দেখালেও অর্ধশতরান হাতছাড়া করলেন রোহিত শর্মা। ৩৯ রানে শেষ হল ভারতীয় অধিনায়কের ইনিংস। ইনিংসের তৃতীয় সাফল্য পেলেন হার্টলি।
এক ওভারে দুইটি সাফল্য পেলেন টম হার্টলি। জয়সওয়ালকে ১৫ ও শুভমন গিলকে শূন্য রানে আউট করলেন বাঁ-হাতি স্পিনার।
৮ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ২৭ রান। রোহিত ১৮ ও যশস্বী আট রানে ব্যাট করছেন।
অনবদ্য ইনিংস খেলেও দু'শো রানের ঠিক আগেই থামল অলি পোপের ইনিংস। ১৯৬ রানে আউট হলেন তিনি। ৪২০ রানে অল আউট ইংল্যান্ড। পোপকে আউট করেন বুমরা। ঠিক তার আগের বলেই জাডেজার বলে শূন্য রানে আউট হন মার্ক উড। ম্যাচ জেতার জন্য ভারতের সামনে ২৩১ রানের বেশ চ্যালেঞ্জিং টোটাল।
অবশেষে সাফল্য। ভয়ঙ্কর দেখানো অষ্টম উইকেটের পার্টনারশিপ ভাঙলেন আর অশ্বিন। ৩৪ রানে হার্টলিকে বোল্ড করলেন অশ্বিন। বলটা হালকা নীচু রয়েছে বলেই মনে আপাতভাবে মনে হল।
ইংল্যান্ডের লোয়ার মিডল অর্ডার দুরন্ত ছন্দে। দ্বিশতরানের দিকে অগ্রসর অলি পোপ। হার্টলিও ভালই ব্যাট করছেন। ইতিমধ্যেই ৪০০ রানের গণ্ডি পার করে ফেলছে ইংল্যান্ড। অষ্টম উইকেটে ৭৪ রানও যোগ করে ফেলেছে ইংল্যান্ড। ৯৯ ওভার শেষে স্কোর ৪১৩/৭। পোপ ১৯১ ও হার্টলি ৩৩ রানে ব্যাট করছেন।
কামাল করল রিভার্স স্যুইং। রেহান আমাদকে ২৮ রানে ফিরিয়ে ইনিংসে নিজের তৃতীয় উইকেট পেলেন যশপ্রীত বুমরা। সপ্তম উইকেটে ১১৪ রানের পার্টনারশিপ ভাঙল। ইতিমধ্যেই ১৫০ পার করেছেন অলি পোপ। ৮৪ ওভার শেষে ইংল্যান্ডের স্কোর ৩৪৬/৭।
চোখধাঁধানো ইনিংসে কার্যত একা ইংল্যান্ডকে ম্যাচে লিড এনে দিয়েছেন অলি পোপ। তিনি ১৪৮ রানে অপরাজিত রয়েছেন। দিনের শুরুতে ইংল্যন্ড ১২৬ রানে এগিয়ে।
প্রেক্ষাপট
হায়দরাবাদ:
টেস্ট ক্রিকেটের হারানো উন্মাদনা যেন ফিরে এল নিজামের শহরে। যেখানে ভারতের বিরুদ্ধে কোণঠাসা অবস্থা থেকেও দুরন্ত প্রত্যাঘাত ইংল্যান্ডের (IND vs ENG)। সেঞ্চুরি করে ম্যাচ জমিয়ে দিলেন অলি পোপ (Ollie Pope)। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের স্কোর ৩১৬/৬। ভারতের চেয়ে ১২৬ রানের লিড নিয়েছে ইংল্যান্ড। রুদ্ধশ্বাস পরিণতির দিকে এগোচ্ছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ।
দ্বিতীয় ইনিংসে একটা সময় ইংল্যান্ডের স্কোর ছিল ১৬৩/৫। সেখান থেকে প্রথমে বেন ফোকসের সঙ্গে জুটি বেঁধে ষষ্ঠ উইকেটে ১১২ রানের পার্টনারশিপ গড়েন পোপ। ফোকস ৩৪ রানে ফিরলেও টলানো যায়নি পোপকে। শনিবার দিনের শেষে ১৪৮ রান করে ক্রিজে রয়েছেন তিনি। সঙ্গী রেহান আমেদ ১৬ রানে অপরাজিত। সপ্তম উইকেটে ইতিমধ্যেই মূল্যবান ৪১ রান যোগ করে ফেলেছেন পোপ ও রেহান। দুশো রানের লিড নিতে পারলে টেস্ট ম্যাচের উপভোগ্য সমাপ্তি দেখতে পারেন ক্রিকেটপ্রেমীরা।
নিজামের শহরে বল ঘুরছিল। প্রথম দিন থেকেই। প্রথম ইনিংসে ভারতীয় স্পিনারদের সামনে নাজেহাল অবস্থা হয়েছিল ইংরেজ ব্যাটারদের (IND vs ENG)। ১০টির মধ্যে আটটি উইকেটই নিয়েছিলেন স্পিনার ত্রয়ী। তবে দ্বিতীয় ইনিংসে শুরুতে ইংল্যান্ডের ব্যাটারদের চাপে রাখলেন ভারতের ফাস্টবোলার যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। প্রথম ইনিংসেও বল হাতে নজর কেড়েছিলেন। ঘরের মাঠে টেস্ট খেলতে নামা মহম্মদ সিরাজকে যেখানে কার্যত খুঁজেই পাওয়া যাচ্ছে না, সেখানে দুরন্ত স্পেল করে ইংল্যান্ডকে চাপে ফেলেন বুমরা। দ্বিতীয় ইনিংসে তাঁর শিকার বেন ডাকেট ও জো রুট। তৃতীয় দিন চা পানের বিরতির সময় ইংল্যান্ডের স্কোর ছিল ১৭২/৫। তখনও পর্যন্ত ম্যাচে চালকের আসনে ছিল ভারতই।
তবে ছবিটা বদলে যায় অন্তিম সেশনে। পোপের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। রবিবার ম্যাচের চতুর্থ দিন ইংরেজ শিবিরের লক্ষ্যই হবে লিড যতটা সম্ভব বাড়িয়ে নিয়ে যাওয়া। আর ভারতীয় শিবির চাইবে দ্রুত শেষ ৪ উইকেট তুলে নিতে। যাতে খুব বড় রানের লক্ষ্য তাড়া করতে না হয়। হাজার হোক, চতুর্থ ইনিংসে ব্যাট করার ঝক্কি নিতে হবে টিম ইন্ডিয়াকেই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -