Shubman Gill: ইচ্ছে করে সময় নষ্ট করার কৌশল ইংরেজ ওপেনারদের, মেজাজ হারিয়ে তেড়ে গেলেন শুভমন!
India vs England Lords Test Day 3: দিনের শেষে ১ ওভারই খেলা বাকি ছিল। ইংল্যান্ডকে সেই এক ওভার ব্যাট করার জন্য নামতে হয়। সেখানেও নাটক।

লর্ডস: জোফ্রা আর্চারের বলে ওয়াশিংটন সুন্দর হ্যারি ব্রুকের হাতে ধরা পড়তেই ভারতের প্রথম ইনিংসের (India vs England) যবনিকা। কাকতালীয় হলেও, ভারতও অল আউট হল ৩৮৭ রানে। ঠিক যে স্কোরে প্রথম ইনিংস শেষ হয়েছিল ইংল্যান্ডেরও।
কিন্তু লর্ডস টেস্টের তৃতীয় দিন শেষবেলায় নাটকের আরও বাকি ছিল। ভারতীয় ক্রিকেটারেরা দ্রুত ড্রেসিংরুম থেকে মাঠে নেমে পড়েন। ঘড়ির কাঁটা বলছিল, মিনিট ৭-৮ খেলা বাকি রয়েছে। এমনিতেই প্রবল গরমে বারবার বিরতি নিতে হওয়ায় তিন দিন মিলিয়ে প্রায় একটা সেশনের খেলা নষ্ট হয়েছে। শনিবারও ১০ ওভার মতো খেলা কম হল। ভারতীয় ক্রিকেটারেরা চেয়েছিলেন, দিনের শেষ লগ্নে অন্তত ২ ওভার যদি ইংরেজ ওপেনারদের খেলানো যায়। যদি একটা উইকেটও তুলে নেওয়া যায়, বিরাট ধাক্কা হবে ইংরেজ শিবিরের কাছে।
দিনের শেষে ১ ওভারই খেলা বাকি ছিল। ইংল্যান্ডকে সেই এক ওভার ব্যাট করার জন্য নামতে হয়। সেখানেও নাটক। প্রথমত, বল শুরু হওয়ার মাত্র ৯০ সেকেন্ড আগে শ্লথ গতিতে হেঁটে মাঠে ঢোকেন দুই ইংরেজ ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলি। তারপর যশপ্রীত বুমরাকে দুবার রান আপ ধরে দৌড়নোর সময় থামিয়ে দেন ক্রলি। সাইটস্ক্রিনের সমস্যার কথা বলেন তিনি। বিরক্তি প্রকাশ করেন বুমরা, মহম্মদ সিরাজরা। মেজাজ হারান শুভমনও। বিবাদ শুরু হয় দুই দলের ক্রিকেটারদের।
এরপর বুমরার ওভারের পঞ্চম বলে আঙুলে চোট পান ক্রলি। তিনি চিকিৎসক ডাকেন মাঠে। ফের মেজাজ হারিয়ে বচসায় জড়ান শুভমন। যাঁর দাবি ছিল, সময় নষ্ট করছেন ক্রলি। কোনওভাবেই যাতে দিনের শেষ লগ্নে আরও একটা ওভার না বল করার সুযোগ পায় ভারত। এমনকী, তিনি বিদ্রুপ করে মাঠে অ্যাম্বুলেন্স বা স্ট্রেচার আনার ইঙ্গিতও করেন। মুহূর্তে মাঠের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ডাকেটও বিবাদে জড়ান। ভারতের কে এল রাহুল, মহম্মদ সিরাজরা এগিয়ে আসেন। আম্পায়ারদের হস্তক্ষেপ করতে হয়। শেষ পর্যন্ত ওই এক ওভারের বেশি আর খেলা করা যায়নি। দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ২/০।
That will be stumps on Day 3 at Lord's!
— BCCI (@BCCI) July 12, 2025
End of a gripping day of Test cricket 🙌
England 2/0 in the 2nd innings, lead by 2 runs.
Scorecard ▶️ https://t.co/X4xIDiSUqO#TeamIndia | #ENGvIND pic.twitter.com/wtWmKXl5nD
অনেকের মতে, লর্ডস টেস্ট ড্র হতে চলেছে। যদিও দুই দলের ক্রিকেটারদের মধ্যে যা লড়াইয়ের আগুন, চমক থাকবে না, হলফ করে বলা যাচ্ছে না।




















