পুণে: সকাল দেখে কি সব সময় বোঝা যায়, দিনটি কেমন যাবে?
ক্রিকেট মাঠে অন্তত যায় না। তা নাহলে পুণেতে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতের স্কোর (India vs England) যখন ২ ওভারে ১২/৩, এক ওভারে তিন উইকেট হারিয়ে কোণঠাসা টিম ইন্ডিয়া, কেউ কি ভাবতে পেরেছিলেন যে ইংল্যান্ডের সামনে ১৮২ রানের বিশাল লক্ষ্যের পিছনে ছুটতে হবে?
কিংবা, রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের স্কোর যখন ৫ ওভারে বিনা উইকেটে ৫৩ রান এবং ভারতীয় বোলারদের দিশাহারা দেখাচ্ছে, অনেকেই ভাবেননি যে, এখান থেকে ম্যাচ এত কঠিন করে তুলে হেরেই বসবেন ইংরেজরা।
ম্যাচের দুই অর্ধেই ইংল্যান্ড শুরুটা দুর্দান্তভাবে করেছিল। শেষটা করল জঘন্যভাবে। ব্যাটিংয়ে শুরুর ধাক্কা কাটিয়ে পুণেতে প্রলয় চালালেন হার্দিক পাণ্ড্য ও শিবম দুবে। মাত্র ২৭ বলে হাফসেঞ্চুরি করলেন হার্দিক। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তাঁর পঞ্চম হাফসেঞ্চুরি। ৩১ বলে হাফসেঞ্চুরি করলেন শিবম। ষষ্ঠ উইকেটে ৪৫ বলে ৮৭ রান যোগ করে ম্যাচের রং পাল্টে দিলেন হার্দিক ও শিবম। প্রথমে ব্যাট করে ভারত তোলে ১৮১/৯।
আরও পড়ুন: কোচ লক্ষ্মীর দেওয়া ব্যাটে ইডেনে ধুন্ধুমার ছাত্রের, কুয়াশা কাটিয়ে সূর্যোদয় বাংলার ক্রিকেটে?
রান তাড়া করতে নেমে পাওয়ার প্লে-তে ঝড় তুলেও প্রথমে ভারতীয় স্পিনার ও পরে সুপার সাব হর্ষিত রানার কাছে আত্মসমর্পণ করল ইংল্যান্ড। ১৯.৪ ওভারে মাত্র ১৬৬ রানে অল আউট হয়ে গেল ইংল্যান্ড। ১৫ রানে ম্যাচ জিতে টি-২০ সিরিজ জয়ও নিশ্চিত করে ফেলল টিম ইন্ডিয়া। এক ম্যাচ বাকি থাকতেই।
ভারতীয় স্পিনারদের সামনে কেঁপে গেল ইংল্যান্ড। বরুণ চক্রবর্তী ৪ ওভারে মাত্র ২৮ রান খরচ করে ২ উইকেট নিলেন। ৪ ওভারে ২৮ রানে ৩ উইকেট রবি বিষ্ণোইয়ের। ৩ ওভারে ২৬ রানে ১ উইকেট অক্ষর পটেলের। সব মিলিয়ে ভারতের তিন স্পিনার ১২ ওভারে ৬২ রান দিয়ে ৬ উইকেট নিলেন।
তবে চমক দিলেন হর্ষিত রানা। প্রথম একাদশে ছিলেন না। ব্যাট করার সময় জেমি ওভার্টনের বাউন্সারে মাথায় চোট পেয়েছিলেন শিবম দুবে। তাঁর পরিবর্তে কনকাশন সাব হিসাবে নেমেই তিন উইকেট হর্ষিত রানার।
আরও পড়ুন: ধোনিকে না দেখে ব্যাট করতে নেমে ম্যাচের সেরা! ঋদ্ধিমানের অজানা গল্প শোনালেন স্ত্রী রোমি