বার্মিংহাম: বুধবার, ২ জুলাই থেকে বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট স্টেডিয়ামে ভারত এবং ইংল্যান্ডের (India vs England) মধ্যে দ্বিতীয় টেস্ট খেলা হবে। শুভমন গিল (Shubman Gill) এবং তাঁর দল সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে। আগের ভুলগুলো শুধরে নিয়ে ভারতীয় দল দ্বিতীয় টেস্টে জিতে ঘুরে দাঁড়াতে চাইবে। প্রথম টেস্টে সেঞ্চুরি করা যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) একটি বিশ্বরেকর্ড করার দোরগোড়ায় রয়েছেন।
যশস্বী জয়সওয়াল লিডস টেস্টের প্রথম ইনিংসে ১০১ রান করেছিলেন, যদিও তিনি দ্বিতীয় ইনিংসে মাত্র ৪ রান করে আউট হয়ে যান। তবে তিনি ভাল ফর্মে রয়েছেন। তিনি শাহিদ আফ্রিদির বিশ্বরেকর্ড ভাঙার খুব কাছেই আছেন।
টেস্ট ক্রিকেটে দ্রুততম ৫০টি ছক্কা হাঁকানো ব্যাটসম্যান
এই মুহূর্তে এই রেকর্ড পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির দখলে। তিনি ৪৬ ইনিংসে তাঁর টেস্ট ক্রিকেটের ৫০টি ছক্কা পূর্ণ করেছিলেন। যশস্বী জয়সওয়ালের কথা বললে, তিনি টেস্ট ক্রিকেটে ৩৮ ইনিংসে ৪০টি ছক্কা হাঁকিয়েছেন। তিনি আর ১০টি ছক্কা হাঁকিয়ে আফ্রিদির বিশ্বরেকর্ড নিজের নামে করে ফেলতে পারেন।
জানিয়ে রাখা যাক, ইংল্যান্ডের বিরুদ্ধে যশস্বীর টেস্ট রেকর্ড ঈর্ষণীয়। তিনি এখনও পর্যন্ত ১১ ইনিংসে ২৭টি ছক্কা হাঁকিয়েছেন। সবচেয়ে বেশি ছক্কা তিনি এই একটি দলের বিরুদ্ধেই মেরেছেন। যদি তিনি দ্বিতীয় টেস্টেও ১০টি ছক্কা মারতে না পারেন, তাহলেও তাঁর কাছে এই রেকর্ড ভাঙার সুযোগ থাকবে। আফ্রিদির রেকর্ড ভাঙতে হলে তাঁকে পরের ৭ ইনিংসে ১০টি ছক্কা মারতে হবে।
রোহিত শর্মার রেকর্ড ভাঙা প্রায় নিশ্চিত
টেস্ট ক্রিকেটে দ্রুততম ৫০টি ছক্কা হাঁকানো দ্বিতীয় ব্যাটার হলেন রোহিত শর্মা, যিনি সম্প্রতি টেস্ট থেকে অবসর নিয়েছেন। তিনি ৫১ ইনিংসে এই সংখ্যা স্পর্শ করেছিলেন, জয়সওয়ালের রোহিতকে পেছনে ফেলা প্রায় নিশ্চিত। জয়সওয়াল এখনও পর্যন্ত টেস্টে খেলা ২০ ম্যাচের ৩৮ ইনিংসে ১৯০৩ রান করেছেন, তিনি ২০০০ টেস্ট রান পূর্ণ করারও খুব কাছে রয়েছেন। টেস্টে তিনি এখনও পর্যন্ত ৫টি শতরান এবং ১০টি অর্ধশতরানের ইনিংস খেলেছেন।
এজবাস্টনে জয় নেই টিম ইন্ডিয়ার
এর আগে ভারত এই মাঠে ৮টি টেস্ট খেলেছে, যার মধ্যে ৭টিতে ইংল্যান্ড জিতেছে এবং ১টি ম্যাচ ড্র হয়েছে। যদি শুভমন গিল এবং তাঁর দল এই টেস্ট জেতে, তবে এই মাঠে এটি ভারতের প্রথম জয় হবে।