মুম্বই: বল হাতে টেস্ট ক্রিকেটে অভিষেকের পর থেকেই নজর কেড়েছেন। চলতি মুম্বই টেস্টেও নতুন বলে কিউয়ি শিবিরে প্রথম আঘাত হেনেছেন আকাশ দীপই। কিন্তু ব্যাট হাতে নেমে লম্বা লম্বা ছক্কা হাঁকানোর অভ্যেসও রয়েছে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা আকাশের। তবে ওয়াংখেড়েতে প্রথম ইনিংসে রান আউট হয়ে শূন্য রানেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল আকাশকে। আর এরপরই সোশ্যাল মিডিয়ায় আকাশকে নিয়ে মজাদার মিমস ছড়িয়েই চলেছে। আসল কারণটা অবশ্য শুধু রান আউট হওয়ার জন্য নয়। তাহলে কী?
আসলে আকাশ দীপ আজ যে ব্য়াট নিয়ে ক্রিজে নেমেছিলেন, তা বিরাট কোহলির দেওয়া উপহার। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও পোস্ট করেছিলেন আকাশ দীপ। কিন্তু সেই ব্য়াট নিয়ে মাঠে নেমেই রান আউট হতে হয় আকাশকে। এরপরই সোশ্যাল মিডিয়ায় অনেকেই MRF ব্যাট ব্যান্ড করার উল্লেখও করেন। আসলে বিরাট কোহলিও গতকাল শনিবার রান আউট হয়ে যান।
প্রথম ইনিংসে নিউজিল্য়ান্ড ২৩৫ রানে অল আউট হয়ে গিয়েছিল। তার জবাবে প্রথম ইনিংসে ভারত এদিন ২৬৩ রান বোর্ডে তুলতে পারে। ভারতের হয়ে সর্বাধিক ৯০ রানের ইনিংস খেলেন শুভমন গিল। ১০ রানের জন্য নিজের টেস্ট সেঞ্চুরি হাতছাড়া করলেন তরুণ ব্যাটার। তাঁকে যোগ্য সঙ্গ দেন ঋষভ পন্থ। একটু মারমুখি মেজাজেই টেস্টের ব্যাটিং করছিলেন বাঁহাতি উইকেট কিপার ব্যাটার। ৫৯ বলে ৬০ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন তিনি। সরফরাজ আরও একবার খাতা খোলার আগেই প্যাভিলিয়ন ফিরলেন। শুক্রবারই ৮১ রানে ৪ উইকেট খুঁইয়েছিল ভারত। বিরাট কোহলি ৪ রান করে রান আউট হয়ে ফিরেছিলেন। তখন মনে হচ্ছিল যে আরও একবার হয়ত প্রথম ইনিংসে লিড না নিয়েই অল আউট হয়ে যাবে ভারত। তবে গিল ও পন্থের ব্য়াটিং ভরসা জোগালো। লোয়ার অর্ডারে গুরুত্বপূর্ণ ৩৮ রানের ইনিংস খেলেন ওয়াশিংটন সুন্দর। ২৮ রানের লিড প্রথম ইনিংসে নিয়ে নেয় ভারত। দ্বিতীয় ইনিংসে ব্য়াট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ৯ উইকেট হারিয়ে ১৭১ রান বোর্ডে তুলেছে ভারত। ১৪৩ রানে এখনও এগিয়ে কিউয়িরা।