India vs Pakistan: 'আমার বিবেক আমায় খেলা দেখার অনুমতি দেবে না', এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সরব ওয়াইসি
Asia Cup 2025: ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের এশিয়া কাপ। ১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বে ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হবে।

নয়াদিল্লি: দিনকয়েক আগেই এশিয়া কাপের (Asia Cup 2025) সূচি প্রকাশিত হয়েছে। সেই সূচি অনুয়ায়ী ১৪ সেপ্টেম্বর ভারত ও পাকিস্তান (India vs Pakistan) একে অপরের মুখোমুখি হবে। তবে এই ম্যাচ ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
কাশ্মীরের জঙ্গি নাশকতার পরেই ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয়। তাবে এই ঘটনার পর থেকেই বিভিন্ন স্তরে পাকিস্তানকে বয়কটের ডাক উঠেছে। দিনকয়েক আগে লেজেন্ডদের এক ম্য়াচে শিখর ধবনরা পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামায় অস্বীকার করার পরে সেই ম্যাচও বাতিল হয়েছিল। তবে তা সত্ত্বেও এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের ম্য়াচ আয়োজিত হওয়ার কথা। এই নিয়েই সুর চড়িয়েছেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বরা। সেই তালিকায় এবার সামিল হলেন আসাদউদ্দিন ওয়াইসি।
লোকসভায় অপারেশন সিঁদুর নয়ে বিশেষ আলোচনার মাঝেই আসাদউদ্দিন ওয়াইসি দাবি করেন তাঁর বিবেক তাঁকে ভারত-পাকিস্তান ম্যাচ দেখার অনুমতি দেবে না। AIMIM প্রধান জানান, 'যখন পাকিস্তানের বিমানের আমাদের সীমানায় প্রবেশ নিষেধ, ওদের জাহাজ আসা নিষিদ্ধ, ব্যবসা বন্ধ, তাহলে আমরা কীভাবে পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট ম্য়াচ খেলতে পারি? আমরা পাকিস্তানকে জল দিচ্ছি না, বলছি যে জল বা খুন, কোনওটাই বইবে না, তখন কী করে ক্রিকেট ম্যাচ হয়।'
তিনি যোগ করেন, 'আমার বিবেক আমায় এই ম্যাচ দেখার অনুমতি দেবে না।' ওয়াইসি প্রশ্ন করেন, 'সরকার কি ওই ২৫ জন মৃত ব্যক্তিকে বলতে পারবে যে আমরা অপরাশেন সিঁদুরের মাধ্যমে ওই ঘটনার বদলা নিয়ে নিয়েছি এবার পাকিস্তানের বিরুদ্ধে ম্য়াচ দেখ?' তবে আসাউদ্দিন ওয়াইসির কিন্তু একেবারে বিপরীত মতামত পোষণ করেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
'খেলাধূলো বন্ধ হওয়া উচিত নয়। এগিয়ে যাওয়া উচিত। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই। এরকম ঘটনা ভবিষ্যতেও যেন না হয়, তার দিকে লক্ষ্য রাখতেই হবে। ভারত ও কেন্দ্রীয় সরকার এর আগেও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সবসময়। আশা রাখি খেলাধূলো বন্ধ হবে না তার জন্য়। ভারত-পাকিস্তান দ্বৈরথ হওয়া উচিত।'
প্রসঙ্গত, ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবারের এশিয়া কাপ, চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে আট দলের এশিয়া কাপ আয়োজিত হবে মরুদেশে। দুই গ্রুপে ভাগ করেই হবে গ্রুপ পর্বের ম্যাচ। গ্রুপ 'এ'-তে ভারত, পাকিস্তানের পাশাপাশি আয়োজক আমিরশাহি এবং ওমানকে রাখা হয়েছে। অপরদিকে গ্রুপ 'বি'-তে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং রয়েছে। বিশ ওভারের ফর্ম্যাটেই এবারের এশিয়া কাপ আয়োজিত হবে।



















