দুবাই: চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইভোল্টেজ ম্য়াচে রবিবার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ২৪১ রান বোর্ডে তুলে নিয়েছে পাকিস্তান। ম্য়াচে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন কুলদীপ যাদব ও হার্দিক পাণ্ড্য। আর দুজনেই নতুন মাইলস্টোনও ছুঁয়ে ফেললেন। পাকিস্তানের বিরুদ্ধে এদিনের ম্য়াচে তিন উইকেট তুলে নিয়েছিলেন চায়নাম্য়ান। অন্য়দিকে অলরাউন্ডার হার্দিকের ঝুলিতে ২ টো উইকেট। 


এদিন বল হাতে নিজের ৯ ওভারের স্পেলে ৪০ রান খরচ করে ৩ উইকেট ঝুলিতে পুরে নিয়েছেন কুলদীপ যাদব। সলমন আঘা, শাহিন আফ্রিদি ও নাসিম শাহর উইকেট তুলে নেন কুলদীপ। হ্যাটট্রিকের সুযোগও ছিল। কিন্তু তা মিস করেন এই চায়নাম্য়ান। আন্তর্জাতিক ক্রিকেটে তিনশো উইকেটের মাইলস্টোন স্পর্শ করে ফেলেছেন কুলদীপ। ওয়ান ডে ফর্ম্য়াটে এখনও পর্যন্ত আজকের ম্য়াচ নিয়ে ১৭৭ উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে তাঁর ঝুলিতে রয়েছে ৬৯ উইকেট ও টেস্ট ফর্ম্য়াটে রয়েছে ৫৬ উইকেট। অর্থাৎ এখনও পর্যন্ত মোট ৩০২ উইকেট নিয়েছেন কুলদীপ তাঁর ঝুলিতে। পঞ্চম ভারতীয় স্পিনার হিসেবে এই মাইলস্টোন স্পর্শ করলেন কুলদীপ।


অন্য়দিকে হার্দিক তাঁর আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ২০০ উইকেটের মালিক হয়ে গেলেন। রবিবার ৮ ওভারের স্পেলে ৩১ রান খরচ করে ২ উইকেট নেন বঢোদরার অলরাউন্ডার। তাঁর শিকারের তালিকায় এদিন ছিল বাবর আজম ও সউদ শকিল। টপ অর্ডারের দুজন সেরা ব্যাটারকেই ফিরিয়ে দেন হার্দিক। নিজের প্রয়োজনীয় ফের একবার বুঝিয়ে দিলেন তারকা অলরাউন্ডার।