সেঞ্চুরিয়ন: মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলে প্রথম নজর কেড়েছিলেন। সেই মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচ আইপিএল ট্রফি দেওয়া রোহিত শর্মার নেতৃত্বে মাস কয়েক আগে যখন ভারত টি-২০ বিশ্বকাপ জেতে, তিনি আলোচনাতেও ছিলেন না। তবে টি-২০ বিশ্বকাপের পরই যখন এই ফর্ম্যাটে ভারতীয় দলকে নতুন করে গুছিয়ে নেওয়া হচ্ছে, তখন অন্যতম বড় অস্ত্র হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন তিলক বর্মা। 


বুধবার সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে দুরন্ত সেঞ্চুরি করলেন তিলক (Tilak Verma)। মাত্র ৫১ বলে তিন অঙ্কে পৌঁছলেন। সেঞ্চুরির পর তাঁর সেলিব্রেশনেই বোঝা যাচ্ছিল, কতটা রোমাঞ্চিত আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতরান করে। 


শুরুটা করেছিলেন অভিষেক শর্মা। সঞ্জু স্যামসন ০ রানে ফিরে গিয়েছেন। সেই চাপ কাটিয়ে দিলেন অভিষেক ব্যাটে ঝড় তুললেন। মাত্র ২৫ বলে করলেন ৫০। দ্বিতীয় উইকেটে অভিষেক ও তিলক মিলে মাত্র ৫০ বলে যোগ করলেন ১০৭ রান। ২০ ওভারে ভারত তুলল ২১৯/৬। ৫৬ বলে ১০৭ রানে অপরাজিত রইলেন তিলক।


আরও পড়ুন: মাত্র ২২ বছর বয়সেই! ফুটবলারের মর্মান্তিক পরিণতি, শোকস্তব্ধ গোটা বিশ্ব


বুধবার টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মারক্রাম। প্রথম ওভারেই স্যামসনকে ফিরিয়ে জোরাল ধাক্কা দিয়েছিলেন মার্কো জানসেন। তবে এরপরই পাল্টা মারের তত্ত্ব আঁকড়ে ধরেন অভিষেক ও তিলক। অভিষেক আউট হলেও প্রলয় চালিয়ে যান তিলক। কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করলেন। 


বুধবার জাতীয় দলের জার্সিতে অভিষেক হল রামনদীপ সিংহের। যিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলেন। ৬ বলে ১৫ রানের ছোট কিন্তু কার্যকরী ইনিংস খেললেন তিনি।


 






ম্যাচ জিততে গেলে দক্ষিণ আফ্রিকাকে তুলতে হবে ২২০ রান। তবে পিচ ব্যাটিং সহায়ক। দক্ষিণ আফ্রিকার ব্যাটিংকে স্তিমিত রাখার চ্যালেঞ্জ এবার ভারতীয় বোলারদের।


আরও পড়ুন: বাবা কিংবদন্তি ব্যাটার, বল হাতে নজর কাড়লেন ছেলে, কেরিয়ারে প্রথম ৫ উইকেট


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।