এবেখা: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ের প্রথম ম্যাচ বৃষ্টির জন্য সম্পূর্ণ ভেস্তে গিয়েছিল। ডারবানে এক বলও খেলা সম্ভব হয়নি। আজ সিরিজ়ের দ্বিতীয় টি-টোয়েন্টি (IND vs SA 2nd T20I) ম্যাচে দুই দল ফের একবার একে অপরের মুখোমুখি হতে চলেছে। এই ম্যাচেও কি বৃষ্টি প্রভাব ফেলবে না অবশেষে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকতে পারবেন সমর্থকরা?


এবেখায় আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ ঘিরেও অশনি সংকেত দেখা যাচ্ছে। প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবেখায় আজ ৬৩ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোটা সময়ই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। ফলে ফের একবার ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে মন্দের ভাল এই যে দিন যত গড়াবে, বৃষ্টির সম্ভাবনা তত কমবে। সমর্থকদের কাছে আশার আলো বলতে এটাই। বৃষ্টিতে প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ার পরেই সুনীল গাওস্কর ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রবল সমালোচনা করেছিলেন। এমন পরিস্থিতি এড়াতে প্রোটিয়া বোর্ডকে ইডেন গার্ডেন্সের মতো মাঠ থেকে শেখার পরামর্শ দেন ভারতীয় প্রাক্তনী।


এমনিই আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচনের আগে ভারত হাতে গোনা কয়েকটা বিশ ওভারের ম্যাচ খেলবে। আজকের ম্যাচ মিলিয়ে সেই সংখ্যাটা মাত্র পাঁচ। তাই এমন একের পর এক ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে টিম ইন্ডিয়ার বিশ্বকাপের প্রস্তুতি যে প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তা বলাই বাহুল্য। সেই বিশ্বকাপে ভারতীয় দলকে কে নেতৃত্ব দেবে, সেই নিয়েও রয়েছে ধোঁয়াশা।


খবর অনুযায়ী, বিসিসিআই রোহিত শর্মাকেই টিম ইন্ডিয়ার নেতা হিসাবে আসন্ন বিশ্বকাপেও দেখতে চাইছে। তবে সম্প্রতি বোর্ড সচিব জয় শাহকে এই বিষয়ে জানতে চাওয়া হলে, তাঁর মন্তব্যে ধোঁয়াশা আরও বেড়েছে। ডব্লিউপিএলের নিলামে জয় শাহ বলেন, 'এখনই এত ভবিষ্যৎ নিয়ে এত ভাবার প্রয়োজনটা ঠিক কী? জুনে তো (টি-টোয়েন্টি) বিশ্বকাপ শুরু হবে। তার আগে তো আইপিএল আছে এবং আফগানিস্তান সিরিজ়ও রয়েছে তার আগে।'


বিশ্বকাপে শুধু রোহিতের খেলা নিয়ে নয়, প্রবল জল্পনা আরেক ভারতীয় মহাতারকা বিরাট কোহলির খেলা নিয়েও। রোহিতকে চাইলেও, শোনা যাচ্ছে বিরাট কোহলির ভারতীয় বিশ্বকাপে দলে বোর্ড চাইছে না। তাঁর বদলে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করা ক্রিকেটারই বোর্ডের পছন্দ। এই বিষয়ে নাকি বোর্ডের পছন্দ ঈশান কিষাণ। তবে শেষমেশ কী হয়, তা সময়ই বলবে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y


আরও পড়ুন: জিতে সিরিজে এগিয়ে যাওয়াই লক্ষ্য? পেস আক্রমণই স্ট্র্যাটেজি? কেমন হতে পারে আজকের ভারতীয় একাদশ?