মুম্বই: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে ও টি-২০ সিরিজ খেলবে ভারতের মহিলা ক্রিকেট দল (India vs West Indies)। সেই দুই সিরিজের জন্য ভারতীয় দল নির্বাচিত হল শুক্রবার। আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত নন্দিনী কাশ্যপ ও রাঘবী বিস্তকে টি-২০ দলে নেওয়া হয়েছে। সিনিয়র মহিলাদের টি-২০ চ্যালেঞ্জার ট্রফিতে ইন্ডিয়া ই দলের হয়ে নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন নন্দিনী। ৫ ম্যাচে করেছিলেন ৩৩২ রান। ৮৩ গড়ে। ১৩৭.১৯ স্ট্রাইক রেট রেখে। চারটি হাফসেঞ্চুরি করেছিলেন। সর্বোচ্চ ছিল ৯৪ রানের ইনিংস। সেই পারফরম্যান্সেরই পুরস্কার পেলেন নন্দিনী।
সেই টুর্নামেন্টেই নজর কেড়ে নিয়েছিলেন রাঘবী বিস্তও। ২০ বছরের ক্রিকেটার ৫ ম্যাচে করেছিলেন ১৬২ রান। ইন্ডিয়া ই-র হয়ে ৪০.৫০ ব্যাটিং গড়ে রান করেছিলেন। অস্ট্রেলিয়া সফরে ভারত এ দলেও ছিলেন রাঘবী বিস্ত।
চোটের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে দলে নেই ইয়াস্তিকা ভাটিয়া, শ্রেয়াঙ্কা পাটিল ও প্রিয়া পুনিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে বাঁ পায়ের হাঁটুতে চোট পেয়েছিলেন পুনিয়া। তিনি তৃতীয় ওয়ান ডে ম্যাচে খেলতেও পারেননি।
তবে উল্লেখযোগ্যভাবে দলে নেই শেফালি বর্মা (Shafali Verma) ও অরুন্ধতী রেড্ডি (Arundhati Reddy)। অস্ট্রেলিয়া সফরের দলেও ছিলেন না শেফালি। মহিলাদের টি-২০ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পরই জাতীয় দল থেকে বাদ পড়েন শেফালি।
ওয়ান ডে-র দলে রাখা হয়েছে প্রতীকা রাওয়ালকে। সিনিয়র মহিলাদের ওয়ান ডে ট্রফিতে সাফল্যের পুরস্কার পেলেন তিনি। দুটি দলেই রয়েছেন বাংলার দুই বাঙালি ক্রিকেটার - শিলিগুড়ির রিচা ঘোষ ও চুঁচুড়ার তিতাস সাধু। টি-২০ সিরিজের ম্যাচগুলি ১৫ থেকে ১৯ নভেম্বরের মাঝে হবে নবি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে। বঢোদরার কোটাম্বি স্টেডিয়ামে ওয়ান ডে ম্যাচগুলি হবে ২২ থেকে ২৭ নভেম্বর।
ওয়ান ডে সিরিজের জন্য নির্বাচিত ভারতীয় মহিলা দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), প্রতীকা রাওয়াল, জেমাইমা রদ্রিগেজ, হারলিন দেওল, রিচা ঘোষ (উইকেটকিপার), ঊমা ছেত্রী (উইকেটকিপার), তেজল হাসাবনিস, দীপ্তি শর্মা, মিন্নু মানি, প্রিয়া মিশ্র, তনুজা কানওয়ার, তিতাস সাধু, সাইমা ঠাকোর ও রেণুকা সিংহ ঠাকুর।
আরও পড়ুন: ভক্তদের বাঁচানোর জন্য দৌড়ে এলেন, ম্যাচ হারলেও মন জিতে নিলেন হার্দিক
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।