মুম্বই: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে টিকে থাকতে হলে আজকের ইংল্যান্ডের বিরুদ্ধে হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) নেতৃত্বাধীন ভারতীয় দলকেই (INDW VS ENGW) জিততেই হত। তবে প্রথমে ব্যাট করে ভারতীয় দল মাত্র ৮০ রানেই অল আউট হয়ে যাওয়ায় লড়াই করার রসদটাই পায়নি ভারতীয় দল। তাও দীপ্তি শর্মা, রেণুকা ঠাকুর সিংহরা লড়াই করেছিলেন বটে। তবে তাতে লাভের লাভ হল না। শেষমেশ চার উইকেটে ম্যাচ হেরে সিরিজ় খোয়াল ভারত।

  


ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক হেদার নাইট। নতুন বল হাতে চার্লি ডিন অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করে দুই ভারতীয় ওপেনারকেই ফেরান। শেফালি ভার্মা খাতার খোলার আগেই ফেরেন। ১০ রানে আউট হন স্মৃতি মান্ধানা। এমনকী জেমাইমা রডরিগেজ় বাদে কোনও ভারতীয় ব্যাটার দুই অঙ্কের রানও করতে পারেননি। জেমাইমা লড়াকু ৩০ রানের ইনিংস খেলেন। ইংল্যান্ডের হয়ে চার্লি, লরেন বেল সোফি একেলস্টোন এবং সারা গ্লেন দুইটি করে উইকেট নেন। ১৬.২ ওভারেই অল আউট হয়ে যায় ভারতীয় দল।


 



 


অল্প রানের পুঁজি নিয়ে বোলিংয়ে নেমে ভারতীয় দলও শুরুটা দারুণ করেন। রেণুকা ঠাকুর দুই ইংল্যান্ড ওপেনার সোফিয়া ডাঙ্কলি ও ড্যানি ওয়াইটকে যথাক্রমে নয় ও শূন্য রানে আউট করেন। তবে অ্যালিস ক্যাপসি ও ন্যাট স্কিভার-ব্রান্টের তৃতীয় উইকেটে ৪২ রানের পার্টনারশিপ ইংল্যান্ডের জয় সুনিশ্চিত করে। তরুণ তুর্কি অ্যালিস ও অভিজ্ঞ ন্যাট বেশ আক্রমণাত্মক মেজাজেই ইনিংস এগিয়ে নিয়ে যান। ৬.২ ওভারে ৫০ রানের গণ্ডি পার করে ইংল্যান্ড।


পূজা বস্ত্রকর অ্যালিসকে ১৬ রানে আউট করা পার্টনারশিপ ভাঙে। একদম শেষের দিকে ১২ রানের বিনিময়ে ভারতীয় দল চার উইকেট নিলেও, তাতে লাভের লাভ হয়নি। ভারতের হয়ে রেণুকা এবং শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলা দীপ্তি শর্মা দুইটি করে উইকেট নেন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y


আরও পড়ুন: গতবার অবিক্রিত থেকে এই ডব্লিউপিএল নিলামে সবথেকে দামি ক্রিকেটার, কে এই কাশভী গৌতম?