মুম্বই: পুরুষদের হারের বদলা নিল মেয়েরা। বাংলাদেশকে অনূর্ধ্ব ১৯ মহিলা টি-টোয়েন্টি এশিয়া কাপের সুপার ফোরে হারিয়ে দিল ভারত। ভারতীয় মহিলা দলের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ২০ ওভারে মাত্র ৮০ রানে গুটিয়ে যায় বাংলাদেশের মেয়েরা। মাত্র ২ উইকেট হারিয়েই জয় ছিনিয়ে নেয় ভারত। উল্লেখ্য, কিছুদিন আগেই ছেলেদের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের বাংলাদেশের বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতকে।


এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং নিয়েছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের ক্যাপ্টেন। নির্ধারিত ২০ ওভারের ম্য়াচে প্রথমে বোর্ডে ৮৬/২ তুলে নিয়েছিল ভারতীয় অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেট দল। ওপেনিংয়ে নেমেছিলেন গঙ্গাদি তৃষা ও কমলিনী। তৃষা অর্ধশতরানের ইনিংস খেললেও কমলিনী রান পাননি। খাতা খোলার আগেই ফিরে যান তিনি। অন্যদিকে তৃষা ১০টি বাউন্ডারির সাহায্যে ৪৬ বলে ৫৮ রানের ইনিংস খেলেন। ক্যাপ্টেন নিকি প্রসাদ ১৪ বলে ২২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তিনি ২টো ছক্কা ও ১টি বাউন্ডারি হাঁকান। 


রান তাড়া করতে নেমে বাংলাদেশ ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে। ব্য়ক্তিগত সর্বোচ্চ ১৪ রান করেন মোস্তাফা ইভা। ভারতীয় বোলারদের মধ্য়ে আয়ুশী শুক্লা নিজের ৪ ওভারের স্পেলে ১টি মেডেন দিয়ে ৯ রান খরচ করে ৩ উইকেট নেন। ২ উইকেট নেন সোনম যাদব। শবনম ও মিথিলা একটি করে উইকেট নেন। 


 






কিছুদিন আগে ছেলেদের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশে।  লক্ষ্য ছিল ১৯৯ রান, সেই লক্ষ্য তাড়া করতে ব্যর্থ আয়ুষ মাত্রেরা। গোটা টুর্নামেন্টে রীতিমতো দাপট দেখালেও ফাইনালে চলেনি বৈভব সূর্যবংশীদের ব্যাট। ১৩৯ রানেই অল আউট হয়ে যায় ভারতীয় দলের ছোটরা। নাগাড়ে দ্বিতীয়বার অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল বাংলাদেশ। ফাইনালে ২৪ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হলেন মহম্মদ ইকবাল হাসান ঈমন।  


বাংলাদেশের সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি একেবারেই ভাল নয় ভারতের। সে দেশে হিন্দুদের ওপর নির্যাতন ও অত্য়াচার করা হচ্ছে প্রতিনিয়ত। এরইমধ্যে এই জয় ভারতবাসীর কাছে সত্যিই দুর্দান্ত একটা খবর।