পচেফস্ট্রুম: অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আজ খেলতে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে বিশ্বজয়ের লড়াইয়ে খেলতে নামবে শেফালি ভার্মার (Shefali Verma) নেতৃত্বাধীন ভারতীয় মহিলা ক্রিকেট দল (U19 Indian Womens Cricket Team)। এই দক্ষিণ আফ্রিকার মাটিতেই ২০০৭ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। ক্যাপ্টেন ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। এটা যুব বিশ্বকাপ হলেও ধোনির মতই ক্যাপ্টেন হিসেবে বিশ্বজয়ের সুযোগ থাকছে শেফালির কাছে।


নিউজিল্য়ান্ডকে সেমিফাইনালে ৮ উইকেটে হারিয়ে দিয়েছিল ভারতীয় দল। অন্য়দিকে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। টুর্নামেন্টের উদ্বোধনী মরসুমে ভারতই হট ফেভারিট খেতাব জয়ের। দলের প্রত্যেক সদস্যই ফর্মে রয়েছেন। বিশেষ করে ওপেনার স্বেতা সেহরাওয়াত প্রতি ম্যাচেই রান করছেন। ৬ ম্যাচে ২৯২ রান ঝুলিতে পুরেছেন এরমধ্যেই। টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহক। 


 






খেলা কবে?


আজ ২৯ জানুয়ারি ভারত বনাম ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল


কোথায় হবে খেলা?


খেলাটি হবে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে 


কখন শুরু ম্যাচটি?


ভারতীয় সময় অনুযায়ী রবিবার বিকেল ৫.১৫  থেকে শুরু হবে খেলা।


কোথায় দেখা যাবে ভারত বনাম ইংল্যান্ড ম্যাচটি?


ভারত বনাম ইংল্যান্ড ম্য়াচটি স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে ম্যাচটি। 


অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?


ভারত বনাম ইংল্যান্ড ম্যাচটি অনলাইনে ফ্যানকোড অ্যাপের মাধ্যমে দেখা যাবে।


আজ সিরিজ বাঁচানোর লড়াই হার্দিকদের


ওয়ান ডে সিরিজে দুরন্ত জয়। কিন্তু টি-টোয়েন্টি সিরিজের (T20 Sereis) শুরুটা একদমই ভাল হয়নি। রাঁচিতে ২১ রানে প্রথম টি-টোয়েন্টিতে হারতে হয়। প্রথম ম্যাচে ২ ওপেনারই ব্যর্থ হয়েছে। সেক্ষেত্রে দ্বিতীয় ম্য়াচে আজ পৃথ্বী শ-কে (Prithwi Shaw) খেলানো হতে পারে। রঞ্জিতে ধারাবাহিক পারফর্ম করে ফের জাতীয় দলে ফিরে এসেছেন পৃথ্বী। গত ম্যাচে টপ অর্ডারও ব্যর্থ হয়েছে। কুড়ির ফর্ম্যাটে কোথাও একটা সূর্যকুমার যাদবের ওপর অতিরিক্ত ভরসা করছে দল, যার খেসারত দিতে হয়েছে গত ম্যাচেই। বোলিং লাইন আপেও হয়ত বদল হতে পারে। শেষ ওভারে অর্শদীপ সিংহের অতিরিক্ত রান খরচ করাটাও চিন্তায় রাখবে দ্রাবিড় অ্যান্ড কোংকে। এছাড়া তেমন কোনও বদল হয়ত আর করা হবে না ২ দলেই।