মুম্বই: ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার (IND vs SA) বিরুদ্ধে ওয়ান ডে, টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলবে ভারতীয় মহিলা দল। সেই দলে বাংলা থেকে সুযোগ পেলেন একাধিক ক্রিকেটার। রিচা ঘোষ, দীপ্তি শর্মাদের পাশাপাশি রয়েছেন সাইকা ইশাক। ডব্লিউপিএলে ভাল খেলার পুরস্কার পেলেন তিনি। 


 






ভারতের ওয়ান ডে দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), শেফালি বর্মা, দীপ্তি শর্মা, জেমাইমা রড্রিগেজ (ফিট থাকলে), রিচা ঘোষ (উইকেটকিপার), দয়ালান হেমলতা, রাধা যাদব, আশা সোভানা, শ্রেয়াঙ্কা পাটিল, সাইকা ইশাক, পূজা বস্ত্রকার (ফিট থাকলে), রেণুকা সিংহ ঠাকুর, অরুন্ধতী রেড্ডি ও প্রিয়া পুনিয়া।


ভারতের টেস্ট দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), শেফালি বর্মা, দীপ্তি শর্মা, শুভা সতীশ, জেমাইমা রড্রিগেজ (ফিট থাকলে), রিচা ঘোষ (উইকেটকিপার), ঊমা ছেত্রী (উইকেটকিপার), স্নেহ রানা, সাইকা ইশাক, পূজা বস্ত্রকার (ফিট থাকলে), রাজেশ্বরী গায়কোয়াড়, অরুন্ধতী রেড্ডি, রেণুকা সিংহ ঠাকুর, মেঘনা সিংহ ও প্রিয়া পুনিয়া।


ভারতের টি-২০ দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ অধিনায়ক), শেফালি বর্মা, দীপ্তি শর্মা, ঊমা ছেত্রী (উইকেটকিপার), জেমাইমা রড্রিগেজ (ফিট থাকলে), রিচা ঘোষ (উইকেটকিপার), দয়ালান হেমলতা, সজানা সজীবন, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাটিল, আমনজ্যোৎ কৌর, আশা শোভানা, পূজা বস্ত্রকার (ফিট থাকলে), রেণুকা সিংহ ঠাকুর ও অরুন্ধতী রেড্ডি।

 

স্ট্যান্ড বাই: সাইকা ইশাক                                                    

 




আরও পড়ুন: বেঙ্গল প্রো টি-২০ লিগ শুরু হচ্ছে কবে? ফাইনাল কোথায়? পূর্ণাঙ্গ সূচি প্রকাশিত


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।