India Womens Cricket: অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় মহিলা এ ক্রিকেট দল ঘোষণা, দলে বাংলার তিতাস
IND A vs AUS A: আগামী ৭ আগস্ট থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। চলবে আগামী ২৪ আগস্ট পর্যন্ত। ম্য়াকেয়েত প্রথম ম্য়াচ হবে। এছাড়া ম্য়াচগুলো হবে ব্রিসবেন, নর্থসে।

মুম্বই: অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় মহিলা এ ক্রিকেট দল ঘোষণা করা হল। আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে পাড়ি দেবে ভারতীয় মহিলা এ ক্রিকেট দল। সেখানে তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ান ডে ও একটি চারদিনের টেস্ট ম্য়াচ খেলবে টিম ইন্ডিয়া।
আগামী ৭ আগস্ট থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। চলবে আগামী ২৪ আগস্ট পর্যন্ত। ম্য়াকেয়েত প্রথম ম্য়াচ হবে। এছাড়া ম্য়াচগুলো হবে ব্রিসবেন, নর্থসে। এছাড়া চারদিনের ম্যাচটি হবে অ্য়ালান বর্ডার মাঠে। ভারতীয় মহিলা ক্রিকেট এ দলের নেতৃত্বে রয়েছেন রাধা যাদব। তিনি এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন সিনিয়র ভারতীয় মহিলা ক্রিকেট দলের সঙ্গে। এছাড়া এ দলে রয়েছেন সিনিয়র দলের ওপেনার শেফালি বর্মাও।
টি-টোয়েন্টি স্কোয়াড: রাধা যাদব (ক্যাপ্টেন), মিন্নু মানি (ভাইস ক্যাপ্টেন), শেফালি বর্মা, ডি বিন্দ্রা, সাজনা সজীবন, উমা ছেত্রী, রাঘবি বিস্ত, শ্রেয়াঙ্কা পাতিল, প্রেমা রাওয়াত, নন্দিনী কাশ্যপ, তনুজা কানওয়ার, জোশিতা ভিজে, শবনম শাকিল, সাইমা ঠাকুর, তিতাস সাধু
ওয়ান ডে স্কোয়াড: রাধা যাদব (ক্যাপ্টেন), মিন্নু মানি (ভাইস ক্যাপ্টেন), শেফালি বর্মা, তেজল হাসাবনিস, রাঘবি বিস্ত, তনুশ্রী শঙ্কর, উমা ছেত্রী, প্রিয়া মিশ্রা, তনুজা কানওয়ার, নন্দিনী কাশ্যপ, ধারা গুজ্জর, জোশিতা ভিজে, শবনম শাকিল, সাইমা ঠাকুর, তিতাস সাধু
চোট পন্থের, জুড়েল কি ব্যাট করতে পারবেন?
লর্ডসে তৃতীয় টেস্টের প্রথম দিন শুরু থেকেই বেশ ভাল কিপিং করছিলেন ঋষভ পন্থ। লেগ সাইডে ঝাঁপিয়ে দারুণ ক্যাচ ধরে বেন ডাকেটকে আউটও করেন তিনি। তবে লেগসাইডের এক বল বাঁচাতে গিয়েই বিপত্তি। চোট পান পন্থ। ম্যাচের ৩৪তম ওভারের বুমারর লেগ সাইডের এক বল আটকে গিয়ে আঙুলে ব্যথা পান পন্থ। ভারতীয় দলের ফিজিও দীর্ঘ সময় মাঠেই তাঁর চিকিৎসা করেন। পন্থ তারপর খেলা চালিয়ে যাওয়ার চেষ্টাও করেন। তবে পারেননি। এক ওভার পরেই ব্যথায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়েন ভারতীয় দলের সহ-অধিনায়ক। গোটা দিনে তিনি আর মাঠে ফেরেননি। তাঁর পরিবর্তে ধ্রুব জুরেলকেই বাকি সময়টা ভারতের হয়ে কিপিং করতে দেখা যায়। যদিও বিসিসিআইয়ের তরফে দেওয়া আপডেটে জানানো হয়েছে উদ্বেগের তেমন কিছু নেই। তাও অনেকের মনেই প্রশ্ন জাগছে পন্থ কি ব্যাট করতে পারবেন? পন্থ না নামতে পারলে ধ্রুব জুরেল কি তাঁর বদলে ব্য়াটও করতে পারবেন? উত্তর না।
এমসিসির নিয়ম অনুযায়ী কেবল কনকাশন সাব ও কোভিড-১৯ বদলি ক্রিকেটাররাই ম্যাচে অন্যের বদলে ব্যাট করতে পারেন। এক্ষেত্রে পন্থের চোট লাগায় এমনি পরিবর্ত ফিল্ডার হিসাবে মাঠে নেমেছেন জুরেল। তাই তাঁর ব্য়াট করার প্রশ্ন নেই। পন্থ না নামতে পারলে সেক্ষেত্রে ভারতকে এক ব্যাটার কম নিয়েই খেলতে হবে।




















