দুবাই: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটনে প্রথম টেস্টে (NZ vs AUS) ক্যামেরন গ্রিনের ব্যাটিং এবং নাথান লায়নের দুরন্ত বোলিংয়ে জয় পায় অস্ট্রেলিয়া। ১৭২ রানে কিউয়িদের হারায় অজ়িরা। এই বিরাট ব্যবধানে পরাজয়ের জেরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকার (WTC Points Table) শীর্ষস্থান হারাল কিউয়িরা। শীর্ষে উঠে এল রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল (Indian Cricket Team)।


এই ম্যাচের আগে চার ম্যাচে ৩৬ পয়েন্ট ছিল নিউজ়িল্যান্ডের দখলে। জয়ের শতকরা শতাংশ ৭৫। এই হারের পর নিউজ়িল্যান্ডের জয়ের শতকরা ৬০-এ নেমে গেল। অপরদিকে, ভারতের দখলে আট ম্যাচের পর রয়েছে ৬২ পয়েন্ট। রোহিতদের জয়ের হার শতকরা ৬৪.৫৮। ফলে শীর্ষে উঠে এল ভারত এবং দ্বিতীয় স্থানে নেমে গেল নিউজ়িল্যান্ড। ম্যাচে অজ়িদের জয়ের কারিগর ন্যাথান লায়ন এবং ক্যামেরন গ্রিন।


 ম্যাচের চতুর্থ দিনের শুরুতে নিউজ়িল্যান্ডের স্কোর ছিল তিন উইকেটের বিনিময়ে ১১১ রান। প্রথম ইনিংসে ২০৪ রানে পিছিয়ে থাকলেও, গ্লেন ফিলিপ্সের প্রথম টেস্ট পাঁচ উইকেটের সুবাদে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসে ১৬৪ রানে অল আউট করে দেয় নিউজ়িল্যান্ড। অজ়িদের হয়ে নাইট ওয়াচম্যান হিসাবে নামা লায়ন সর্বাধিক ৪১ রানের ইনিংস খেলেন। কিউয়িদের সামনে জয়ের জন্য লক্ষ ছিল ৩৬৯ রান।


লায়ন চতুর্থ দিনের স্পিনসহায়ক পিচে শুরুটা বেশ ভালভাবেই করেন। দিনের সপ্তম ওভারেই অর্ধশতরানকারী রাচিন রবীন্দ্রকে ৫৯ রান ও টম ব্লান্ডলকে শূন্য রানে আউট করেন। নিজের পরের ওভারেই তিনি গ্লেন ফিলিপ্সকে এক রানে আউট করেন লায়ন। ১২৮ রানে ছয় উইকেট হারানোর পর স্কট কুগারলাইন আক্রমণাত্মক মেজাজে বেশ কয়েকটা বাউন্ডারি মারেন। ডারিল মিচেলও একদিক আগলে রাগছিলেন। দুইজনে ৩৬ রানের পার্টনারশিপ যোগ করেন। তবে ক্যামেরন গ্রিন সেই পার্টনারশিপ ভাঙেন। কুগারলাইন ২৬ রানের ইনিংস খেলেন।


ম্যাট হেনরি ১৪ রানের ইনিংস খেলার পর হ্যাজেলউডের বলে আউট হন। এরপর টিম সাউদিকে সাত রানে আউট করে লায়ন দশ উইকেট পূর্ণ করেন। শেষমেশ ডারিল মিচেলের লড়াকু ৩৮ রানের ইনিংস সমাপ্ত করে কিউয়িদের ইনিংস শেষ করে অজ়িরা। দুইদল ৮ মার্চ ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে  


আরও পড়ুন: আইপিএল শুরুর আগেই চাকরি গেল ডেল স্টেনের, কে হলেন হায়দরাবাদের বোলিং কোচ?