Shubman Gill: অধিনায়ক হিসাবে শুভমন কেমন? বললেন ভারতীয় দলের কিংবদন্তি প্রাক্তন নেতা
Sourav Ganguly: ক্যাপ্টেন শুভমন গিলকে কেমন দেখছেন? সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে বৃহস্পতিবার দুপুরে মধ্য কলকাতার এক অনুষ্ঠানে প্রশ্ন করা হয়েছিল।

সন্দীপ সরকার, কলকাতা: ভারতীয় ক্রিকেট একটা সন্ধিক্ষণের মধ্যে দিয়ে চলেছে। টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি। টেস্ট দলের নেতৃত্বের ব্যাটন উঠেছে শুভমন গিলের হাতে। এবার ওয়ান ডে দলেরও অধিনায়ক ঘোষণা করা হয়েছে শুভমনকে। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরের ওয়ান ডে টুর্নামেন্টেই অধিনায়ক নন রোহিত শর্মা। পরিবর্তে টেস্ট ও ওয়ান ডে - দুই ফর্ম্যাটেই শুভমনে আস্থা দেখিয়েছেন নির্বাচকেরা ও টিম ম্যানেজমেন্ট। শুভমন টি-২০ দলেরও সহ অধিনায়ক। ভবিষ্যতে তাঁকে তিন ফর্ম্যাটেই অধিনায়ক করার তোড়জোড় শুরু হয়েছে।
ক্যাপ্টেন শুভমন গিলকে কেমন দেখছেন? সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে বৃহস্পতিবার দুপুরে মধ্য কলকাতার এক অনুষ্ঠানে প্রশ্ন করা হয়েছিল। সৌরভ বলেন, 'অধিনায়ক হিসাবে এখনও বেশিদিন খেলেনি। এখনই পর্যালোচনা করার সময় আসেনি। তবে ইংল্যান্ডে টেস্ট সিরিজে শুভমনের খেলা, নেতৃত্ব দেখেছি। দুর্দান্ত করেছে ও। ইংল্যান্ডের মাটিতে পাঁচটি টেস্ট ম্যাচই দেখেছি। যেভাবে নিজে ব্যাটিং করেছে আর দলকে নেতৃত্ব দিয়েছে, অসাধারণ। সেই কারণেই ওকে ওয়ান ডে ক্রিকেটেও অধিনায়ক করা হয়েছে। ওর প্রচুর সম্ভাবনা। ক্রিকেটার এবং অধিনায়ক – দুই হিসাবেই।'
সৌরভ আরও বলেছেন, 'তাই আমি মনে করি না রোহিতকে সরিয়ে শুভমনকে অধিনায়ক করাটা খারাপ সিদ্ধান্ত। এটা সকলের ক্ষেত্রেই হয়। আমি যখন ওয়ান ডে ক্রিকেট খেলা বন্ধ করি, আমার বয়স ছিল ৩৭ বছর। রাহুল দ্রাবিড়েরও এই অভিজ্ঞতা হয়েছিল। আমরা প্রত্যেকেই ওয়ান ডে ক্রিকেটে ১০, ১১ বা ১২ হাজার রান করেছি। এটা সকলের ক্ষেত্রেই হয়।'
বৃহস্পতিবার মধ্য কলকাতার এক অনুষ্ঠানে এবিপি লাইভ বাংলার প্রশ্ন শুনে সৌরভ এ-ও বলেন, '২০২৭ বিশ্বকাপের এখনও অনেক দেরি আছে। রোহিত শর্মা ও বিরাট কোহলি এখন একটা ফর্ম্যাটেই খেলে শুধু। ২০২৭ সালে রোহিতের বয়স হবে ৪০ বছর, বিরাটের ৩৮ বছর। ৪০ বছর অনেকটা বয়স। ওরা কতটা ফিট থাকবে, সেটা ওদের ওপরই নির্ভর করছে। কতটা ফিট থাকছে, কতটা ক্রিকেটের মধ্যে থাকছে, কত রান করছে। ক্রিকেট খেলা সহজ নয়। ওরা শুধু আইপিএলে খেলবে। কিন্তু সেটা তো বছরে মোটে দুই মাস।'
সৌরভ যোগ করেন, 'আমি আবারও বলছি, ওদের ওয়ান ডে ভবিষ্যৎ নির্ভর করছে কতটা ফিট কত ক্রিকেট খেলছে তার ওপর। ওদের পারফর্ম করতে হবে। ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। কারণ ক্রিকেট এমন একটা খেলা যেখানে খেলে যেতে হয়। তা না হলে ছন্দ থাকে না। আর ছন্দ না থাকলেই ব্যাটে-বলে হয় না ঠিকমতো। সেটাই ক্রিকেটারের জীবনের সব কিছু।'



















