মুম্বই: ইংল্যান্ডের বিরুদ্ধে (INDW vs ENGW) একমাত্র টেস্টের প্রথম দিনে দুরন্ত ব্যাটিংয়ে ভর করে নয়া ইতিহাস গড়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল (Indian Women's Cricket Team)। চারশো রানের গণ্ডি পেরিয়ে গিয়েছিল হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ওমেন ইন ব্লু। দিনশেষে ক্রিজে উপস্থিত ছিলেন সেট দীপ্তি শর্মা। আশা ছিল আরও বড় রান বোর্ডে তুলবে ভারত। তবে তেমনটা হল না। দ্বিতীয় দিনে মাত্র ১৮ রানেই পড়ল তিন উইকেট।


৪২৮ রানে প্রথম ইনিংস শেষ করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ইংল্যান্ডের হয়ে লরেন বেল এবং সোফি একেলস্টোন তিনটি করে উইকেট নেন। দীপ্তি শর্মাকে দিনের একেবারে শুরুর দিকে ৬৭ রানে সাজঘরে ফেরান লরেন বেল। তাঁর আউট হওয়ার পর ভারতীয় ইনিংস আর একেবারেই বেশিদূর এগোতে পারেনি। পূজা বস্ত্রকর ১০ রানে অপরাজিত থাকলেও, রেণুকা সিংহ এবং রাজেশ্বরী গায়কোয়াড় যথাক্রমে এক ও শূন্য রানে আউট হওয়ায় ভারতের ইনিংস সমাপ্ত হয়। ভারতের শেষ দুই উইকেটই নিয়ে ইনিংসে ইতি টানেন সোফি একেলস্টোন। 


তবে ম্যাচের প্রথম দিনই দুরন্ত ব্যাটিংয়ে মজবুত ভিত গড়তে সক্ষম হয়েছিল ভারতীয় দল। সাত উইকেটের বিনিময়ে ৪১০ রানে দিন শেষ করে ভারত। ১৯৩৫ সালে শেষবার ইংল্যান্ড মহিলা দল লাল বলের ক্রিকেটে একদিনে চারশো রানের গণ্ডি পার করেছিল। তার প্রায় নয় দশক পরে ভারতীয় দলের মহিলারা এই গণ্ডি পার করলেন।


বৃহস্পতিবার মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। কিন্তু শুরুতেই উইকেট হারায় ভারত। ১২ বলে ১৭ রান করে ফেরেন স্মৃতি মান্ধানা। তাঁর সঙ্গী ওপেনার শেফালি বর্মা ১৯ রান করে ফেরেন। ৪৭/২ হয়ে যায় ভারত।


এরপরই ইনিংসের হাল ধরেন সতীশ শুভা ও জেমাইমা রড্রিগেজ়। দুজনেরই এটা প্রথম টেস্ট ম্যাচ। ভারতীয় তারকা ওপেনার স্মৃতি মান্ধানা আউট হওয়ার পর তিন নম্বরে ব্যাটিং করতে নেমে সতীশ শুভা ৪৯ বলে অর্ধশতরান করেন। দ্বিতীয় উইকেটে ভারতীয় ওপেনার শেফালি বর্মার সঙ্গে জুটিতে ২২ রান তোলেন শুভা। শেফালি ফিরলে অভিষেক ম্যাচ খেলতে নামা জেমাইমা রড্রিগেজের সঙ্গে তৃতীয় উইকেটে জুটিতে ১১৫ রান তোলেন শুভা। ৭৬ বলে ৬৯ রান করে ফেরেন তিনি। জেমাইমা ৬৮ রান করে আউট হন।


হরমনপ্রীত কৌর মাত্র ১ রানের জন্য হাফসেঞ্চুরি পাননি। ৪৯ করে ফেরেন তিনি। তবে লোয়ার মিডল অর্ডারে ইয়াস্তিকা ভাটিয়া ও দীপ্তি শর্মা হাফসেঞ্চুরি করে দলকে চারশো রানের গণ্ডি পার করান। ইয়াস্তিকা ৬৬ রান করে ফেরেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y


আরও পড়ুন: বিশ্বের সবথেকে শক্তিশালী ক্রিকেটার মহম্মদ শামি!