Indian Women's Cricket Team: রবিবার খেতাবি লড়াইয়ে নামতে তৈরি জেমাইমারা, তবে বিশ্বকাপ ফাইনালে ভারতের অতীত রেকর্ড কেমন?
INDW vs SAW: ভারত ও দক্ষিণ আফ্রিকা মোট ৩৪টি ওয়ান ডে ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত ২০টি ম্যাচ জিতেছে।

নয়াদিল্লি: ঘরের মাঠে বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপের ফাইনালে ভারত। বছর দু'য়েক আগে ঠিক এমনই ঘটনা ঘটেছিল। সেইবার রোহিত শর্মারা বিশ্বকাপের ফাইনালে পরাজিত হয়েছিলেন। এবার ফের এক বিশ্বকাপ ফাইনাল। তাও আবার ঘরের মাঠে। তবে এবার রোহিত, বিরাটদের বদলে ফাইনালে (ICC Women's World Cup 2025) উঠেছে হরমপ্রীত, স্মৃতি, জেমাইমাদের মহিলা দল। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা (INDW vs SAW)।
বিশ্বকাপের সেমিফাইনালে সাত বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রেকর্ড রান তাড়া করে ভারতীয় দল বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে। এই প্রথম নয়, এর আগেও দুইবার ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে ভারতীয় দল। ২০০৫ ও ২০১৭ সালে বিশ্বকাপের খেতাবি ম্যাচে খেলেছিল ভারতীয় মহিলা দল। কী হয়েছিল সেই দুই ম্যাচে?
২০০৫ সালে নিজেদের প্রথম বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দল অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল। সেই ফাইনালে ৯৮ রানের বড় ব্যবধানে ভারতকে পরাজিত হতে হয়েছিল। ২০১৭ সালে আবার হরমনপ্রীত কৌরের অনবদ্য শতরানে ভর করে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়েই বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল। ইংল্যান্ডে আয়োজিত সেই বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে এক সময় হেসেখেলে জয়ের পথে এগিয়ে যাচ্ছিল ভারত। অনেকে তো ধরেই নিয়েছিলেন প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হতে চলেছে ভারতীয় মহিলা দল। তবে অভূতপূর্বভাবে সেই ম্যাচে নয় রানে পরাজিত হয় টিম ইন্ডিয়া।
তৃতীয়বার ভাগ্য তাদের সঙ্গ দেবে, এমনই আশা করছেন ভারতীয় দলের ক্রিকেটার থেকে অনুরাগীরা সকলেই। দুই দলের মুখোমুখি সাক্ষাৎকারে কিন্তু ভারতই এগিয়ে। ভারত ও দক্ষিণ আফ্রিকার মহিলা দল ৩৪ বার ওয়ান ডেতে একে অপরের মুখোমুখি হয়েছে। ভারতীয় দল যেখানে ২০টি ম্যাচ জিতেছে, সেখানে দক্ষিণ আফ্রিকা জিতেছে ১৩টি ম্যাচ। একটি ম্যাচ অমীমাংসীত শেষ হয়।
তবে রবিবার এই ম্যাচের গোটটা হওয়া নিয়ে কিন্তু প্রবল প্রশ্নচিহ্ন রয়েছে। এবারের মহিলাদের বিশ্বকাপে একগুচ্ছ ম্যাচ বৃষ্টি দ্বারা প্রভাবিত হয়েছে। প্রচুর ম্যাচ বৃষ্টিতে ভেস্তেও গিয়েছে। রবিবারও কিন্তু এমন সম্ভাবনা রয়েছে। AccuWeather-র পূর্বাভাস অনুযায়ী রবিবার নভি মুম্বইয়ে ৩২ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকার কথা। তবে ম্যাচের দিন বৃষ্টির ৬৩ শতাংশ সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ম্যাচে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। এমনকী ঝড় হওয়ারও ১২ শতাংশ সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে যদি রবিবার ম্যাচ হওয়া সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে?




















