Harmanpreet Kaur: বিশ্বকাপ জড়িয়ে শান্তির ঘুম হরমনের, টি-শার্টে দেশবাসীর জন্য থাকল বিশেষ বার্তা
Indian Womens Cricket Team: আজও ঘরের ঘরে বঞ্চনার স্বীকার হতে হচ্ছে। সে দেশেই মধ্যরাতে বিশ্বজয় করে ইতিহাস গড়ে ফেলেছে ১১ দামাল মেয়ে। যাদের নেতৃত্বে বছর ছত্রিশের হরমনপ্রীত কৌর।

মুম্বই: এভাবেই তো বদলায় দিন। এভাবেই তো বদলায় সমাজ। এভাবেই তো বদলায় মুহূর্ত। ঠিক যেভাবে রবিবার রাতের পর বদলে গিয়েছে ভারতীয় ক্রিকেট। ভারতীয় মহিলা ক্রিকেট দল এবার বিশ্বজয়ী। দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে খেতাব ঘরে তুলেছে ভারতের মেয়েরা। হ্যাঁ, ১৪০ কোটির দেশে এখনও প্রতিদিন যেখানে মেয়েদের লাঞ্ছিত হতে হচ্ছে, ধর্ষিত হতে হচ্ছে, অপমানিত হতে হচ্ছে। আজও ঘরের ঘরে বঞ্চনার স্বীকার হতে হচ্ছে। সে দেশেই মধ্যরাতে বিশ্বজয় করে ইতিহাস গড়ে ফেলেছে ১১ দামাল মেয়ে। যাদের নেতৃত্বে বছর ছত্রিশের হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)।
বিশ্বকাপ জেতার পর ক্রিকেটারদের ট্রফি হাতে বিভিন্ন ছবি ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। তবে হরমনপ্রীতের একটি ছবি সকাল থেকে ভাইরাল হওয়ার পর অনেকেই বলছেন 'পিকচার অফ দ্য ডে'। যে ছবিতে দেখা যাচ্ছে বিশ্বকাপ জড়িয়ে শান্তির ঘুম দিচ্ছেন বিশ্বজয়ী ক্যাপ্টেন। আর তার টি শার্টে বিশেষ বার্তা রয়েছে। সেখানে লেখা রয়েছে, ক্রিকেট শুধু জেন্টালম্য়ানদের নয়, সবার খেলা। সেই বার্তায় আক্ষরিক অর্থে এটাই বোঝানো হচ্ছে এই জয় ভারতের পুরুষতান্ত্রিক সমাজকে সপাটে চড়।
View this post on Instagram
পরিসংখ্যান বলছে, মহিলাদের ক্রিকেট সবচেয়ে বয়স্ক ক্যাপ্টেন হিসেবে বিশ্বকাপ জেতার নজির গড়লেন হরমনপ্রীত। এছাড়াও আইসিসি টুর্নামেন্টের নক আউট পর্বে সর্বাধিক রান করা ক্রিকেটার হিসেবে টেক্কা দিলেন অস্ট্রেলিয়ার বেলিন্ডা ক্লার্ককে। তিনিই এতদিন শীর্ষে ছিলেন। আইসিসি নকআউট ম্যাচে হরমনপ্রীতের মোট রান এখন ৩৩১, গড় ১১০.৩৩। রয়েছে একটি সেঞ্চুরি ও দু’টি হাফ-সেঞ্চুরি। এই তালিকায় এতদিন শীর্ষে ছিলেন বেলিন্ডা ক্লার্ক, যাঁর রান ছিল ৩৩০। চারটি হাফ-সেঞ্চুরি ছিল তাঁর ঝুলিতে, সর্বোচ্চ স্কোর ৯১। হরমন বিশ্বজয়ের পর বলছিলেন, ''প্রথমেই নবি মুম্বইয়ে এত দর্শককে আমার আন্তরিক ধন্যবাদ। এটা অসাধারণ একটা মুহূর্তয। আমাদের ওঠাপড়ায় প্রতি মুহূর্তে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা সবার প্রতি। এই জয় আমাদের নির্বাচক, কোচ, সাপোর্ট স্টাফ ও গোটা দেশের। শেষ ম্য়াচের পরই আমরা আলোচনা করছিলাম যে ভাল কিছু হতে পারে। দলের প্রত্যেক কৃতিত্ব প্রাপ্য। সবাই দিন-রাত এক করে খেটেছে এই দিনটার জন্য।''




















