India World Cup Champion: সত্যিই মারা গিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী তারকার ঠাকুমা? কী বলছেন আমনজ্যোৎ?
Amanjot Kaur: যদিও আমনজ্যোতের একটা বিষয় সে অর্থে প্রকাশ্যে আসেনি। টুর্নামেন্টে তিনি যখন নিজের সেরাটা উজার করে চলেছেন, সেই সময় তাঁর পরিবারে চলেছে তীব্র সঙ্কট।

মুম্বই: ভারতের বিশ্বকাপ (ICC Womens World Cup 2025) জেতার পরই একটি খবরকে নিয়ে প্রবল উৎকণ্ঠায় ছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। এক ভারতীয় ক্রিকেটারের ঠাকুমা কার্যত জীবনের সঙ্গে লড়াই করছেন, সেই তথ্য সামনে আসে। এমনকী, এরকমও শোনা যায় যে, ওই ক্রিকেটারের ঠাকুমা প্রয়াত হয়েছেন। পরে জানা যায়, ওই ভারতীয় মহিলা ক্রিকেটারের নাম আমনজ্যোৎ কৌর।
মঙ্গলবার এ নিয়ে নিজে প্রতিক্রিয়া দিলেন আমনজ্যোৎ (Amanjot Kaur)। ঠাকুমার মৃত্যু নিয়ে সমস্ত জল্পনার অবসান ঘটালেন। স্পষ্টভাবে জানিয়ে দিলেন, তাঁর ঠাকুমা জীবিত। তাঁর মৃত্যু নিয়ে যে সমস্ত প্রতিবেদন বেরিয়েছে, সবটাই ভুয়ো।
রবিবার কানায় কানায় ভরা নবি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে মহিলাদের ওয়ান ডে ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারত। যে সাফল্যের নেপথ্যে রয়েছেন ভারতীয় অলরাউন্ডার আমনজ্যোৎ কৌরও।
শোনা গিয়েছিল, বিশ্বকাপ চলাকালীনই আমনজ্যোৎ কৌরের ঠাকুমা ভগবন্তী হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। যদিও আমনজ্যোৎকে সেই খবর দেওয়া হয়নি শুরুতে। যাতে বিশ্বকাপ থেকে তাঁর মনোযোগ এক চুলও না সরে। এরই মাঝে কয়েকটি সংবাদমাধ্যমে লেখালেখি শুরু হয় যে, আমনজ্যোতের ঠাকুমা প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৭৫ বছর।
যদিও বিশ্বকাপ জেতার পরই আমনজ্যোৎ ঠাকুমার মৃত্যু নিয়ে সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছেন। সাফ জানিয়ে দিয়েছেন, তাঁর ঠাকুমা জীবিত। সোশ্যাল মিডিয়ায় আমনজ্যোৎ লিখেছেন, 'ঠাকুমা সম্পূর্ণ সুস্থ রয়েছেন।' পাশাপাশি তিনি অহেতুক বিতর্ক এড়াতে এই ধরনের খবর প্রকাশ করা থেকে সকলকে বিরত থাকতে বলেছেন।
সোশ্যাল মিডিয়ায় আমনজ্যোৎ লিখেছেন, 'আমি শুধু এটা বলতে চাই যে, আমার ঠাকুমা ভাল আছেন। সোশ্যাল মিডিয়ায় দয়া করে কেউ অপপ্রচার করবেন না। যাঁরা খোঁজ নিতে ফোন করেছিলেন, তাঁদের কাছে আমি কৃতজ্ঞ। আমার নব্বই বছরের বাচ্চা ভালই আছে।'




















