আমদাবাদ: ফিল্ডিংয়ের সময় ক্যাচ ধরতে গিয়েই বিপত্তি হয়েছিল। হাঁটুতে চোট পেয়ে গোটা টুর্নামেন্টে থেকে ছিটকে গিয়েছেন কেন উইলিয়ামসন। এবার গুজরাত টাইটান্স কেনের বিকল্প বেছে নিল চলতি মরসুমের জন্য। শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার দাসুন শনাকা এই মরসুমের জন্য দলে নিল গুজরাত। এর আগে আইপিএলে কখনও খেলেননি শনাকা। কিন্তু দেশের জার্সিতে টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেন শনাকা। এবারের নিলামে নিজের বেস প্রাইস লঙ্কা অলরাউন্ডার রেখেছিলেন ৫০ লক্ষ টাকা। সেই বেস প্রাইসেই এবার শনাকাকে দলে নিল গুজরাত। 


চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে আমদাবাদে খেলতে নেমেছিল গুজরাত টাইটান্স। সেই ম্যাচেই বাউন্ডারি লাইনের ধারে একটি ক্যাচ ধরতে গিয়ে বেকায়দায় পড়ে চোট পেয়ে বসেন উইলিয়ামসন। কিউয়ি অধিনায়কের বদলি হিসেবেই এবার লঙ্কা অধিনায়ককে দলে নিল গুজরাত শিবির। সূত্রের খবর, দৌড়ে ছিলেন স্টিভ স্মিথও। কিন্তু শেষ পর্যন্ত শনাকাকেই বেছে নেয় হার্দিকের দল।


টি-টোয়েন্টি ফর্ম্যাটে বেশ অভিজ্ঞ নাম দাসুন শনাকা। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ১৮৭ স্ট্রাইক রেটে ১২৪ রান করেছিলেন তিনি। ওয়ান ডে সিরিজে একটি শতরানও হাঁকিয়েছিলেন। 


দিল্লির বিরুদ্ধে জয় গুজরাতের


কেন উইলিয়ামসন প্রথম ম্যাচে চোট পাওয়ায় সুযোগ পেয়েছিলেন ব্যাটিংয়ের। তিন নম্বরে নেমে যে সত্যিই গুজরাত টাইটান্সের ইমপ্যাক্ট প্লেয়ার হওয়ার ক্ষমতা তিনি রাখেন সেটাই বুঝিয়ে দিলেন সাই সুদর্শন। ভারতীয় এই ব্যাটারের দুরন্ত অর্ধশতরানের ভর করে ৬ উইকেটে ম্যাচ জিতল গুজরাত। একপ্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত ক্রিজে থেকে ৪৮ বলে অপরাজিত ৬২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেললেন সুদর্শন। ১১ বল বাকি থাকতেই ম্যাচ বের করে নেয় তারা।


মাঝের ধাক্কা সামলে প্রথমে বিজয় শংকরের সঙ্গে তাঁর ৫০ রানের পার্টনারশিপ ও শেষপর্বে ডেভিড মিলারের ঝোড়ো ব্যাটিংয়ে সহজেই ৬ উইকেটে ম্যাচ জিতল গুজরাত টাইটান্স। আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারানোর পর এবারর অ্যাওয়ে ম্যাচে দিল্লি ক্যাপিটালসকেও হারিয়ে গতবারের চ্যাম্পিয়নরা জোড়া জয় দিয়েই শুরু করল এবারের আইপিএল যাত্রা। অন্যদিকে প্রথম ম্য়াচে লখনউয়ের কাছে হারের পর এবার গুজরাত। টানা দ্বিতীয় ম্যাচে হারতে হল দিল্লি ক্যাপিটালসকে।  


কলকাতা নাইট রাইডার্সে জেসন রয়


এদিকে আইপিএলের মাঝপথেই ইংল্যান্ডের তারকা ওপেনার জেসন রয়কে দলে নিল কেকেআরশ্রেয়স আইয়ার ছিটকে যাওয়ায় মূলত তাঁর বদলি হিসেবেই রয়কে দলে নিল নাইটরা। সূত্রের খবর, আগামীকালের ম্যাচে তিনি ইডেনে উপস্থিত থাকবেন না। আমদাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন রয়।