চেন্নাই: পাঁচবারের আইপিএল (IPL 2023) চ্য়াম্পিয়ন। টুর্নামেন্টের অন্য়তম সফল দল। গতবারের খেতাবজয়ী দল। প্রতিবারই দল গঠনের ক্ষেত্রে চমক রাখে চেন্নাই সুপার কিংস। এবারের নিলামেও নিজেদের ছাপ রাখল মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) দল। গতকাল নিলামের মঞ্চ থেকে ২ তারকা অলরাউন্ডার ডারিল মিচেল ও রাচিন রবীন্দ্রকে তুলে নিয়েছে তাঁরা। এছাড়াও তরুণ ভারতীয় ব্যাটার সমীর রিজভিকে ৮ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে দলে নিয়েছে সিএসকে। এছাড়া চেন্নাই শিবিরে ফিরেছেন ঘরের ছেলে শার্দুল ঠাকুর। কেকেআরে ছিলেন এই ভারতীয় পেসার। তাঁকে নিলাম থেকে ৪ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে সিএসকে। এছাড়াও বাংলাদেশের মুস্তাফিজুর রহমনকে ২ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে সিএসকে শিবির।  কেমন হল নিলামের পর চেন্নাই সুপার কিংস দল, এক নজরে দেখে নেওয়া যাক - 


এক নজরে চেন্নাই সুপার কিংস দল


মহেন্দ্র সিংহ ধোনি, অজিঙ্ক রাহানে, দীপক চাহার, ডেভন কনওয়ে, মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা, মঈন আলি, মুকেশ চৌধুরী, মিচেল স্যান্টনার, অজয় মণ্ডল, দীপক চাহার, নিশান্ত সিন্ধু, প্রশান্ত সোলাঙ্কি, রাজবর্ধন হাঙ্গারগেকর, রবীন্দ্র জাদেজা, ঋতুরাজ গায়কোয়াড়, শেখ রশিদ, শিবম দুবে, সিমরজিৎ সিং, তুষার দেশপাণ্ডে, ড্যারিল মিচেল , সমীর রিজভী, শার্দুল ঠাকুর, মুস্তাফিজুর রহমান, রাচিন রবীন্দ্র, অবিনাশ আরাবেল্লী।


 






বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে মুস্তাফিজুন সুযোগ পেলেন আইপিএলে খেলার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়েছিল শর্তসাপেক্ষে ক্রিকেটার ছাড়বে তারা। তবে একজন ক্রিকেটারকে নিয়ে বিশেষ অনুমতি দিয়েছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড। তিনি মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের বোর্ড জানিয়েছে, ২২ মার্চ থেকে ১১ মে পর্যন্ত আইপিএলে খেলতে পারবেন মুস্তাফিজুর। তবে আইপিএলের শেষ লগ্নে পাওয়া যাবে না মুস্তাফিজুরকে। পাশাপাশি তাস্কিন আমেদ ও শোরিফুল ইসলামকে পাওয়া যাবে না বলে আগাম জানিয়ে দিয়েছে বিসিবি। আইপিএলের মাঝেই বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার। ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল। তাই শ্রীলঙ্কার কয়েকজন ক্রিকেটারকে ওই সময় পাওয়া যাবে না। তবে আইপিএলের শেষ লগ্নে পাওয়া যাবে না ধরে নিয়েও, মুস্তাফিজুরকে নিল ধোনির দল। বাংলাদেশের আর কোনও ক্রিকেটার ২০২৪ সালে আইপিএলে খেলবেন না।