দুবাই: এই বছরের আইপিএল নিলামে (IPL Auction 2024) অস্ট্রেলিয়ান তারকাদের জয়জয়কার। আরও ভালভাবে বললে অস্ট্রেলিয়ান ফাস্ট বোলারদের চাহিদা তুঙ্গে। নিলামে আগেই দুই অভিজ্ঞ বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ান মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স রেকর্ড দরে বিক্রি হয়েছিলেন। তুলনামূলক অখ্যাত আরেক অজ়ি ফাস্ট বোলার স্পেনসার জনসনেরও (Spencer Johnson) বিরাট দর উঠল। নিজের বেস প্রাইসের ২০ গুণ দামে গুজরাত টাইটান্সে (Gujarat Titans) যোগ দিলেন ২৮ বছর বয়সি ফাস্ট বোলার।


যেখানে তাঁর বেস প্রাইস ছিল মাত্র ৫০ লক্ষ, সেখানে ১০ কোটি টাকায় তাঁকে দলে নিল গত বারের ফাইনালিস্ট গুজরাত টাইটান্স। দিল্লি ক্যাপিটালস ও গুজরাত টাইটান্স প্রথমে স্পেনসারকে নিয়ে দর কষাকষি শুরু করে। দুই দলই তারকা অস্ট্রেলিয়ান বোলার মিচেল স্টার্কের জন্য দর হাঁকিয়েছিল। কিন্তু স্টার্ককে দলে নিতে পারেননি তাঁরা। তাই আরেক অজ়ি ফাস্ট বোলার জনসনের জন্য মরিয়া হয়ে আসরে নেমেছিল দুই দলই। শেষমেশ ১০ কোটি টাকায় স্পেনসার জনসনকে দলে নিতে সক্ষম হয় গুজরাত। 



 


গুজরাতে শাহরুখ


৭ কোটি ৪০ লক্ষ টাকায় শাহরুখ খানকে (Shah Rukh Khan) নিল গুজরাত টাইটান্স (Gujarat Titans)। তাঁকে রিটেন না করলেও, আইপিএল নিলামে (IPL Auction 2024) তাঁর প্রাক্তন দল পাঞ্জাব কিংস (Punjab Kings) কিন্তু শাহরুখের জন্য দর হাঁকিয়েছিল। কিন্তু দর কষাকষিতে শেষমেশ তাঁদের পেছনে ফেলে তামিলনাড়ুর তারকাকে দলে নিল গুজরাত। 


নয় কোটি টাকায় শাহরুখ এর আগে পাঞ্জাবে যোগ দিয়েছিলেন। তিনি গত মরশুমে ১৬০-এর অধিক স্ট্রাইক রেটে ব্যাটিং করলেও, খুব বেশি রান করতে পারেননি। তাঁর ধারাবাহিকতা নিয়েও প্রশ্ন উঠেছিল। সেই কারণেই পাঞ্জাব তাঁকে রিটেন না করারই সিদ্ধান্ত নিয়েছিল। উপরন্তু ঘরোয়া মরশুমেও তাঁর ব্যাট হাতে পারফরম্যান্স একেবারেই আহামরি ছিল না। কিন্তু ফাস্ট বোলারদের বিরুদ্ধে বড় শট মারতে দক্ষ শাহরুখের ফিনিশার হিসাবে বেশ সুখ্যাতি রয়েছে। ইনিংসের শেষের দিকে এক-দুইটো ছয়ও ম্যাচের রং সম্পূর্ণ বদলে দিতে পারে। সেই কারণেই ফিনিশারদের দর বিশ ওভারের ক্রিকেটে বরাবরই বেশি। শাহরুখও তাই ফের একবার নিলাম চড়া দামে বিক্রি হলেন।


বিরুদ্ধে নিজের ওয়ান ডে অভিষেক ঘটিয়েছিলেন। সেই তরুণ বাঁ-হাতি ফাস্ট বোলারকে


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: পাঁচ ছক্কা খাওয়া যশে আস্থা, দর কষাকষিতে গুজরাতকে হারিয়ে দয়ালকে কিনল আরসিবি