মুম্বই: বর্তমানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধীনেই ইডেন গার্ডেন্সে দিল্লি ক্যাপিটালসের অনুশীন চলছে। সেই অনুশীলনের সময়েই বাঁ-হাতের তর্জনীতে চোট পান সরফরাজ খান (Sarfaraz Khan)। আর মাত্র দিন দু'য়েক পরেই অবশিষ্ট ভারতীয় একাদশের (Rest of India) বিরুদ্ধে মধ্যপ্রদেশ ইরানি ট্রফির ম্যাচ খেলত নামবে। সেই ম্যাচের আগে সরফরাজ সুস্থ হয়ে উঠতে পারবেন না। তাই চোটের কারণেই ইরানি ট্রফি (Irani Cup 2023) থেকে দুর্ভাগ্যবশত ছিটকেই যেতে হল মুম্বইয়ের তারকা ব্যাটারকে।
দলে বাংলার চার
চোট লাগায় রবিবার, ২৬ জানুয়ারি ইডেনে ব্যাটই করতে নামেননি সরফরাজ। আঙুলে সুরক্ষার জন্য এক বিশেষ আবরণ পরেই অনুশীলন সারেন তিনি। অবশ্য সরফরাজের মুম্বই সতীর্থ পৃথ্বী শকে এদিন দারুণ ছন্দে ব্যাট করেন। অনুশীলনে মেন্টর সৌরভের পাশাপাশি দিল্লি ফ্রাঞ্চাইজির সহকারী কোচ প্রবীণ আমরেও উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন তারকা ফাস্ট বোলার ইশান্ত শর্মা। তাঁকে বলের মাঝে মাঝে সৌরভের সঙ্গে দীর্ঘ সময় আলাপ আলোচনা করতেও দেখা যায়।
প্রসঙ্গত, এ বারের রঞ্জি ট্রফির ফাইনালে পৌঁছেছিল মনোজ তিওয়ারির নেতৃত্বাধীন বাংলা দল। ফাইনালে সৌরাষ্ট্রের বিরুদ্ধে পরাজয়ে রঞ্জি জেতার স্বপ্নভঙ্গ হলেও, বাংলা দলের একাধিক তারকা নিজেদের পারফরম্যান্সে প্রভাবিত করেছিলেন। এবার তাঁর সুফলও পেলেন তাঁরা। এক দুই নয়, চারজন বাংলা ক্রিকেটার ইরানি ট্রফিতে অবশিষ্ট ভারতীয় একাদশ দলে সুযোগ পেয়েছেন। দলের দুই টপ অর্ডার ব্যাটার অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ ঘরামি রয়েছেন অবশিষ্ট একাদশের ১৬ জনের দলে। পাশাপাশি দুই তারকা বোলার মুকেশ কুমার ও আকাশ দীপও রয়েছেন দলে। কর্ণাটকের তারকা ব্যাটার ময়ঙ্ক অগ্রবালকে অবশিষ্ট ভারতীয় একাদশকে ইরানি ট্রফিতে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
ইরানি ট্রফি-র অবশিষ্ট একাদশের স্কোয়াড
ময়ঙ্ক অগ্রবাল (অধিনায়ক), জশস্বী জয়সবাল, অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ ঘরামি, হার্ভিক দেশাই,মুকেশ কুমার, আকাশ দীপ, অতীত শেঠ, চেতন সাকারিয়া, নভদীপ সাইনি, উপেন্দ্র যাদব, সৌরভ কুমার, ময়ঙ্ক মারকাণ্ডে, বাবা ইন্দ্রজিৎ, যশ ধূল, পুলকিত নারং
সেরার দৌড়ে রিচা
সেমিফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছে ভারতীয় দলের (Team India)। অস্ট্রেলিয়ার কাছে ৫ রানে হেরে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চার থেকেই বিদায় নিয়েছে ভারত। তবে টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার জন্য একটি সান্ত্বনাও রইল। মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা ক্রিকেটারের পুরস্কারের জন্য যে প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে, তাতে জায়গা করে নিয়েছেন রিচা ঘোষ। বড় কৃতিত্ব অর্জন করলেন রিচা ঘোষ। যে কৃতিত্ব স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌররাও পাননি, সেই স্বীকৃতিই পেয়েছেন বঙ্গকন্যা। ভারত বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে ছিটকে গেলেও, বাংলার উইকেটরক্ষক-ব্যাটার দুরন্ত পারফরম্যান্স করে নজর কাড়েন। আর তার সুফলও পেলেন রিচা।
হরমনপ্রীত, স্মৃতি মান্ধানা, শেফালি বর্মা বা জেমাইমা রড্রিগেজরা পারেননি। ভারতের মুখ রক্ষা করেছেন রিচাই। বিশ্বকাপের ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ হওয়ার দৌড়ে যে ৯ জন প্লেয়ার রয়েছেন, তাতে জায়গা পেয়েছেন ভারতীয় দলের কনিষ্ঠতম সদস্য। বিশ্বকাপে রিচার পারফরম্যান্সই ভারতীয়দের মধ্যে সব থেকে ভালো। পাঁচটি ম্যাচ খেলে রিচা আউট হয়েছেন দু’বার। ১৩০-এর বেশি স্ট্রাইক রেট রেখে ব্যাট করেছেন। ৬৮ গড়ে করেছেন মোট ১৬৮ রান। শুধু ব্যাট হাতেই নয়। উইকেটের পিছনে দাঁড়িয়েও রিচা দুরন্ত ছন্দে ছিলেন। দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর আগ্রাসী ইনিংসের প্রশংসা করেছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: ৪-০ জিতবে ভারত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের আগেই ভবিষ্যদ্বাণী সৌরভের