মাউন্ট মাঙ্গানুই: বর্তমান বিশ্বের সেরা ব্যাটারদের নাম নিলে কেন উইলিয়ামসন (Kane Williamson) একেবারে শীর্ষ সারিতে থাকবেন। লাল বলের ক্রিকেট হোক বা সীমিত ওভারের ক্রিকেট, সব ফর্ম্যাটেই ধারাবাহিকভাবে পারফর্ম করেন কেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে (NZ vs SA) তাঁর ব্যাটিং বিক্রম দেখা গেল। নিজের কেরিয়ারে এই প্রথমবার টেস্টের উভয় ইনিংসেই শতরান হাঁকালেন কিউয়ি তারকা ব্যাটার।
প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১১৮ রান করেছিলেন কেন উইলিয়ামসন। দ্বিতীয় ইনিংসে তাঁর ব্যাট থেকে এল ১০৯ রানের ইনিংস। এটি উইলিয়ামসনের টেস্ট কেরিয়ারের ৩১তম শতরান। এই শতরানের সুবাদেই টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক সেঞ্চুরি হাঁকানোর বিচারে ১৩ নম্বরে উঠে এলেন উইলিয়ামসন। বর্তমানে খেলা চালিয়ে যাওয়া ব্যাটারদের মধ্যে একমাত্র স্টিভ স্মিথই (৩২ সেঞ্চুরি) উইলিয়ামসনের থেকে অধিক টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছেন। পঞ্চম কিউয়ি ব্যাটার হিসাবে উইলিয়ামসন টেস্টের দুই ইনিংসে শতরান করলেন।
প্রথম ইনিংসে উইলিয়ামসনের শতরান ও রচিন রবীন্দ্রর অনবদ্য ২৪০ রানের ইনিংসে ভর করে নিউজ়িল্যান্ড ৫১১ রান তুলেছিল। জবাবে মাত্র ১৬২ রানে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস গুটিয়ে যায়। নিউজ়িল্যান্ড অবশ্য ফলো অন না করিয়ে নিজেরাই ব্যাট করতে নামেন। ম্যাচের তৃতীয় দিনশেষে উইলিয়ামসনের এই শতরানে ম্যাচের রাশ সম্পূর্ণভাবেই কিউয়িদের হাতে। দিনশেষে নিউজ়িল্যান্ডের স্কোর চার উইকেটের বিনিময়ে ১৭৯ রান। তাঁরা আপাতত বিশাল ৫২৮ রানে এগিয়ে রয়েছেন। কিউয়িরা কখন নিজেদের দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে বা আদৌ করবে কি না, এখন সেটাই দেখার বিষয়।
ভয়াবহ অভিজ্ঞতা
রমরমিয়ে চলছে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ (SA T20 League)। সেই লিগে খেলতে গিয়েই ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হলেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেন (Fabian Allen)। জোহানেসবার্গে টিম হোটেলের ঠিক বাইরেই এক দল বন্দুকবাজ দুষ্কৃতির হাতে আক্রান্ত হন অ্যালেন।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে পার্ল রয়্যালসের প্রতিনিধিত্ব করছেন ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার অ্যালেন। রিপোর্ট অনুযায়ী, দুষ্কৃতিরা বন্দুক দেখিয়ে অ্যালেনের থেকে ফোন, ব্যক্তিগত কিছু জিনিসপত্র এবং একটা ব্যাগ ছিনিয়ে নিয়ে যান। সৌভাগ্যক্রমে শারীরিকভাবে অক্ষত রয়েছেন অ্যালেন। তবে গোটা ঘটনার ভয়াবহতা স্বাভাবিকভাবেই কাটিয়ে উঠতে পারছেন না ২৮ বছর বয়সি তারকা অলরাউন্ডার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: আট বছর পর ফের দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ়ে জিম্বাবোয়ের মুখোমুখি ভারত