নয়াদিল্লি: আজ নতুন বছরের সূচনা। নতুন বছর মানেই নতুন উদ্যম, নতুন আশা, নতুন স্বপ্ন। ২০১১ সালে শেষবার বিশ্বকাপ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। তারপর দীর্ঘ ১২ বছর কেটে গিয়েছে। ফের একবার এই বছরের অক্টোম্বর-নভেম্বর মাসে দেশের মাটিতেই বসতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। অতীত হতাশা ভুলে ফের একবার ঘরের মাঠে বিশ্বকাপ খেতাব জিততে মরিয়া হয়ে মাঠে নামবে ভারতীয় দল। বিশ্বকাপের বছরে ঠিক কাদের কাদের বিরুদ্ধে (Indian cricket Team schedule) মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া?


ভারতীয় দলের সূচি


টিম ইন্ডিয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ দিয়েই এ বছরটা শুরু করতে চলেছে। ৩ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ও সমসংখ্যক ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারতীয় দল। এই সিরিজের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা হয়ে গিয়েছে। রোহিত শর্মা, কেএল রাহুলদের অনুপস্থিতিতে হার্দিক পাণ্ড্যকে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিতে দেখা যাবে। অবশ্য ওয়ান ডে সিরিজে রোহিত ফিরে তিনিই অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন। পাণ্ড্য এই সিরিজের জন্য সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন।


এই সিরিজের পর পরই ভারতীয় দলের জন্য অপেক্ষা করে রয়েছে কিউয়ি চ্যালেঞ্জ। ১৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। 


নিউজিল্যান্ড সিরিজের পরেই সম্ভবত টিম ইন্ডিয়া এই বছরে নিজেদের কঠিনতম দ্বিপাক্ষিক সিরিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। অজিদের বিরুদ্ধে চারটি টেস্ট ও তিনটি ওয়ান ডে খেলবে ভারত। প্যাট কামিন্সদের বিরুদ্ধে টেস্ট সিরিজ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই সিরিজের ওপর ভিত্তি করেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নের ফাইনালে ভারত খেলবে কি না, তা নির্ধারিত হবে। সিরিজে অস্ট্রেলিয়াকে ৩-০ হারাতে পারলেই জুনে লর্ডসে নাগাড়ে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের খেলা কার্যত পাকা।


অস্ট্রেলিয়া সিরিজের পর আইপিএলের মরসুম। আইপিএল শেষেই ভারতীয় দল বছরে নিজেদের প্রথম বিদেশ সফরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছবে। জুলাই মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্ট, তিনটি ওয়ান ডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ভারত। 


এ বছরেই ফের এশিয়া কাপ আয়োজিত হওয়ার কথা। গত বছরে এশিয়া কাপের ফাইনালেও পৌঁছতে পারেনি টিম ইন্ডিয়া। এ বছর সেই হতাশা ভুলে আবারও এশিয়ার সেরা হওয়ার লক্ষ্যে মাঠে নামবে রেকর্ড চ্যাম্পিয়নরা। অবশ্য সরকারিভাবে এশিয়া কাপের দিনক্ষণ এখনও কিছুই জানানো হয়নি।


এরপরে অক্টোবর-নভেম্বর আয়োজিত হতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপ। অতীতে তিনবার যুগ্মভাবে বিশ্বকাপ আয়োজন করলেও, এই বছরেই ভারতে প্রথম এককভাবে ৫০ ওভারের বিশ্বকাপের আসর বসবে। 


বছর শেষে ডিসেম্বর মাসে রামধনুর দেশ দক্ষিণ আফ্রিকার সফরে যাবে টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজই এই বছরে সম্ভবত ভারতের শেষ সিরিজ।


আরও পড়ুন: