Mahendra Singh Dhoni: বিমানবন্দরে নামতেই উঠল 'ধোনি, ধোনি' রব, নতুন স্টেডিয়ামের উদ্বোধনে ব্যাটিংও করলেন মাহি
MS Dhoni: তামিলনাড়ু পেয়েছে রাজ্যের দ্বিতীয় আন্তর্জাতিক গুণমানসম্পন্ন স্টেডিয়াম। সেই স্টেডিয়ামের উদ্বোধনেই শহরে হাজির হয়েছিলেন হলুদ ব্রিগেডে প্রিয় সৈনিক, মহেন্দ্র সিংহ ধোনি।

চেন্নাই: মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। গোটা দেশ জুড়েই, তিনি যখন যেখানে যান, তাঁকে দেখতে কার্যত হাজার হাজার অনুরাগীরা ভিড় জমান। হালে ফের একবার তেমনই এক দৃশ্য দেখা গেল।
মাদুরাইতে সদ্যই এক নতুন স্টেডিয়াম তৈরি হয়েছে। তামিলনাড়ু পেয়েছে রাজ্যের দ্বিতীয় আন্তর্জাতিক গুণমানসম্পন্ন স্টেডিয়াম। সেই স্টেডিয়ামের উদ্বোধনেই শহরে হাজির হয়েছিলেন হলুদ ব্রিগেডে প্রিয় সৈনিক, মহেন্দ্র সিংহ ধোনি। তামিলনাড়ুর ধোনির 'অ্যাডপটেড হোম' বললেও ভুল বলা হবে না। তাঁর জন্ম রাঁচিতে হলেও তিনি দীর্ঘদিন ধরেই চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে প্রতিনিধিত্ব করছেন। তাই 'থালা'র প্রতি এই রাজ্যের মানুষের ভালাবাসার কোনও সীমা নেই। সেই ভালবাসারই প্রতিফলন দেখা গেল আবারও।
মাদুরাই বিমানবন্দরের বাইরে ধোনিকে দেখতে কাতারে কাতারে সমর্থক ভিড় জমিয়েছিলেন। বিমানবন্দরের বাইরে 'ক্যাপ্টেন কুল'-কে একঝলক দেখামাত্রই উঠে 'ধোনি ধোনি' রব। কড়া নিরাপত্তাবেষ্টনীর মধ্যে দিয়ে ধোনিকে বিমানবন্দর থেকে বের করা হয়। তবে বিমানবন্দরে জমায়েত হওয়া সমর্থকদের উদ্দেশে তিনি হাত নাড়েন। তাঁর পরনে ছিল কালো টি-শার্ট, চোখে ছিল ট্রেডমার্ক রোদচশমা।
MS Dhoni's airport arrivals are always iconic. 🔥🔥🔥 pic.twitter.com/Su3Vsi1ZUQ
— ` (@WorshipDhoni) October 9, 2025
ধোনি এদিন ভেলাম্মল ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করেন। ১১.৫ একর জায়গায় এই স্টেডিয়াম তৈরি করতে প্রায় ৩২৫ কোটি টাকা খরচ করা হয়েছে। বর্তমানে ৭,৩০০ জন সমর্থকের বসার জায়গা থাকলেও, অদূর ভবিষ্যতে তা বাড়িয়ে ২০ হাজার করার পরিকল্পনা রয়েছে বলে খবর। মাঠে অত্যাধুনিক ফ্লাডলাইট, প্র্যাক্টিস নেট, ভাল জল নিকাশের ব্যবস্থা, সেন্টার অফ এক্সিলেন্স রয়েছে। এই মাঠে রঞ্জি ট্রফি, তামিলনাড়ু প্রিমিয়ার লিগের পাশাপাশি ভবিষ্যতে আইপিএলের ম্যাচ আয়োজন করার পরিকল্পনাও রয়েছে।
ধোনি এই মাঠের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিমানবন্দরের মতো মাঠেও তাঁকে এক ঝলক দেখা মাত্রই উপস্থিত জনগণ উচ্ছ্বাসে ফেটে পড়েন। বাজি ফাটানো হয়, উঠে তাঁর নামের রণধ্বনিও। এক বাগি গাড়িতে তাঁকে গোটা মাঠ ঘোরানো হয়। এরপরেই ধোনিকে ব্য়াট হাতে মাঠে নেমে কয়েকটি বল খেলতে দেখা যায়। এক খুদে পিছনে দাঁড়িয়ে কিপিং করেন। ধোনিকে দেখা মাত্রই তাঁর পা ছুঁয়ে সেই খুদেকে আর্শীবাদও নিতে দেখা যায়। গোটা বিষয়ের না না ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।
MS DHONI BATTING AT THE NEW MADURAI STADIUM. pic.twitter.com/r6xwHlRt1i
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 9, 2025




















