Michael Clarke On Kohli: ওয়ান ডে ক্রিকেটে কোহলি ভারতের সর্বকালের সেরা, কলকাতায় এসে সার্টিফিকেট বিশ্বকাপজয়ী অধিনায়কের
Bengal Pro T20: ইডেনে বেঙ্গল প্রো টি-২০ টুর্নামেন্টে ধারাভাষ্য করতে এসে কোহলিকে ভারতের সর্বকালের সেরা ওয়ান ডে ক্রিকেটার বলে সার্টিফিকেট দিয়ে দিলেন মাইকেল ক্লার্ক।

সন্দীপ সরকার, কলকাতা: ওয়ান ডে বিশ্বকাপে ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরি করে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) বিশ্বরেকর্ড স্পর্শ করেছিলেন বিরাট কোহলি। পরে ২০২৩ সালের সেই বিশ্বকাপেই সচিনকে ছাপিয়ে যান কোহলি। ওয়ান ডে ক্রিকেটে সেঞ্চুরির হাফসেঞ্চুরি করে মাস্টার ব্লাস্টারকে কুর্নিশ করছেন কোহলি - ভারতীয় ক্রিকেটের অমর ছবি হয়ে রয়েছে।
সেই ইডেনে বেঙ্গল প্রো টি-২০ টুর্নামেন্টে ধারাভাষ্য করতে এসে কোহলিকে ভারতের সর্বকালের সেরা ওয়ান ডে ক্রিকেটার বলে সার্টিফিকেট দিয়ে দিলেন মাইকেল ক্লার্ক। মনে করিয়ে দেওয়া যাক, মাইকেল ক্লার্ক অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক। ২৪৫ ওয়ান ডে ম্যাচে ৭৯৮১ রান করেছেন। সেই ক্লার্কই বৃহস্পতিবার প্রশংসায় ভরিয়ে দিলেন কোহলিকে। বললেন, 'আমি বিরাট কোহলির বিরুদ্ধে খেলেছি। আমার মনে হয় ও ভারতের সর্বকালের সেরা ওয়ান ডে প্লেয়ার। আমাকে যদি জিজ্ঞেস করেন ভারতের সেরা ওয়ান ডে ক্রিকেটার কে, উত্তরটা খুব সহজ।'
গত বছর টি-২০ বিশ্বকাপ জেতার পরে আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন কোহলি। তারপর আইপিএল চলাকালীন আচমকাই তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। শুধু ওয়ান ডে ক্রিকেটে খেলবেন বলে জানিয়েছেন। পাখির চোখ ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপ। আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ান ডে-তে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক কোহলি (৫১টি)। ওয়ান ডে ক্রিকেটে মোট রানের অঙ্কে তালিকায় তৃতীয়। দ্বিতীয় স্থানে থাকা কুমার সঙ্গকারার চেয়ে মাত্র ৫৩ রান পিছিয়ে।
সচিনকে নিজের গুরু মনে করেন বিরাট নিজেই। ওয়ান ডে ক্রিকেটে ৪৬৩ ম্যাচে ১৮৪২৬ রান রয়েছে সচিনের। ৪৯ সেঞ্চুরি। ৩০২ ওয়ান ডে ম্যাচে ১৪১৮১ রান করেছেন কোহলি। ওয়ান ডে ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যায় ছাপিয়ে গিয়েছেন মাস্টার ব্লাস্টারকে। রান তাড়া করে একের পর এক স্মরণীয় ইনিংস খেলেছেন। যে কারণে কিংগ কোহলিকে অনেকে চেজ মাস্টার তকমাও দিয়েছেন।
একটা সময় বলা হতো, আন্তর্জাতিক ক্রিকেটে যদি কেউ সচিনের একশো সেঞ্চুরির রেকর্ড ভাঙতে পারেন, তিনি কোহলি। যদিও কোহলি সেঞ্চুরির সংখ্যায় অনেক পিছিয়ে। ৮২ সেঞ্চুরি রয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে। হাতে রয়েছে আর শুধু এক ফর্ম্যাট। ওয়ান ডে ক্রিকেট।
তিনি নিজে সচিন তেন্ডুলকরের ভক্ত বলে জানিয়েছেন ক্লার্ক। বলেছেন, 'আমি সচিনের বিরাট ভক্ত।' ক্লার্কের মেয়ের বয়স ৯ বছর। অজি কিংবদন্তি চান, তাঁর মেয়ে ঝুলন গোস্বামীর মতো ক্রিকেটকে বেছে নিক কেরিয়ার হিসাবে। বলছেন, 'আমি চাই ও ঝুলনের পদাঙ্ক অনুসরণ করুক। স্বপ্ন দেখি একদিন ও অস্ট্রেলিয়ার হয়ে খেলছে।'



















