Mohammed Siraj: ইংল্যান্ডে ১৮৫.৩ ওভার বোলিং, মহম্মদ সিরাজ এত প্রাণশক্তি পান কোথা থেকে? জানালেন আজহারউদ্দিন
Mohammad Azharuddin On Mohammed Siraj: মহাম্মদ সিরাজ ইংল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত বোলিংয়ে দেশবাসীর মন জিতে নিয়েছিলেন। আজহারউদ্দিন সিরাজের ডায়েট রহস্য ফাঁস করলেন।

হায়দরাবাদ: ভারতীয় ফাস্টবোলার মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করে সকলের মন জিতে নিয়েছেন। তাঁকে নিয়ে আলোচনার শেষ নেই। সচিন তেন্ডুলকর থেকে শুরু করে বিরাট কোহলি, সকলেই সিরাজের বোলিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন। সিরাজ ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পাঁচটি টেস্ট ম্যাচেই খেলেছেন এবং কোনও ম্যাচে বিশ্রাম নেননি। সিরাজ এই সিরিজে সবচেয়ে বেশি ওভার বোলিং করা বোলারও ছিলেন। কিন্তু মহম্মদ সিরাজ কীভাবে এত ফিট? যে রাজ্যের হয়ে খেলে সিরাজের উত্থান, সেই হায়দরাবাদেরই প্রাক্তন ক্রিকেটার তথা জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন সিরাজের শক্তির রহস্য উদঘাটন করলেন। জানালেন, কোন ডায়েট প্ল্যান মেনে এত অফুরান প্রাণশক্তি পান ডানহাতি জোরে বোলার।
আজহারউদ্দিন জানালেন সিরাজের ডায়েট প্ল্যান
অ্যান্ডারসন-তেন্ডুলকর সিরিজে মহম্মদ সিরাজ সবচেয়ে বেশি উইকেট শিকারি বোলার হয়েছিলেন। সিরাজ পাঁচটি টেস্ট ম্যাচে ২৩টি উইকেট নিয়েছেন। সিরাজের এই দারুণ পারফরম্যান্সের পর ভারতের প্রাক্তন তারকা মহম্মদ আজহারউদ্দিন মুগ্ধ। তিনি বলেছেন যে, ইংল্যান্ডে মহম্মদ সিরাজের অসাধারণ বোলিংয়ের কৃতিত্ব কেবল তাঁর দক্ষতার নয়, বরং তাঁর পছন্দের খাবার নাল্লি গোস্ত বিরিয়ানি এবং পায়া-কেও দেওয়া উচিত। আজহারউদ্দিনের মতে, এই খাবারগুলি ফাস্টবোলারকে ম্যাচ জেতানো স্পেল করার শক্তি দিয়েছে।
যদিও মহম্মদ আজহারউদ্দিনের এই মন্তব্যের আগে শোনা যাচ্ছিল যে, সিরাজ একেবারে কড়া ডায়েট মেনে চলছেন এবং সাধারণ খাবার খাচ্ছেন। কিন্তু আজহারউদ্দিনের মতে, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরাজের দুর্দান্ত বোলিংয়ের পিছনে বিরিয়ানি এবং পায়া রয়েছে।
ইংল্যান্ডে সিরাজ দেখালেন কামাল
মহম্মদ সিরাজ ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্ট ম্যাচে মোট ১৮৫.৩ ওভার করেছেন। এছাড়াও সিরাজ দুই দলের মধ্যে সবচেয়ে বেশি ২৩টি উইকেট নিয়েছেন। যশপ্রীত বুমরা তাঁর ফিটনেসের কারণে এই সিরিজে মাত্র তিনটি ম্যাচ খেলতে পেরেছিলেন । অন্যদিকে, বুমরার অনুপস্থিতিতে সিরাজ দলের বোলিংয়ের দায়িত্ব নিয়ে সর্বোচ্চ সংখ্যক উইকেট শিকারি হন । সিরাজ পঞ্চম টেস্টের শেষ দিনে দুর্দান্ত বোলিং করেন, যার জেরে ওভালে শেষ ম্যাচ জিতে সিরিজ ২-২ ড্র করে ভারত ।
View this post on Instagram




















