Mohammed Shami: ফিটনেস নিয়ে জোর জল্পনার মাঝেই রঞ্জিতে ম্যাচ সেরা, সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট শামির
Ranji Trophy 2025-26: মহম্মদ শামির সাত উইকেটে ভর করেই ছয় পয়েন্ট দিয়ে রঞ্জি ট্রফির অভিযান শুরু করেছে বাংলা রঞ্জি দল।

কলকাতা: তাঁর ফিটনেস নিয়ে জোর তর্ক, বিতর্ক চলছে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে তিনি সুযোগ পাননি। তবে ঘরোয়া ক্রিকেটে রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2025-26) মাঠে নেমেই বল হাতে আগুন ঝরান মহম্মদ শামি (Mohammed Shami)। উত্তরাখণ্ডের বিরুদ্ধে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মোট সাতটি উইকেট নেন তারকা ফাস্ট বোলার। সেই পারফরম্যান্সের সুবাদেই শামিকে ম্যাচ সেরা ঘোষণা করা হয়।
নিজের ম্যাচসেরা পারফরম্যান্সের পর সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তারকা ফাস্ট বোলার। শামি নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'যখন কঠোর পরিশ্রম ও অভিজ্ঞতার মেলবন্ধন ঘটে, তখন ফলাফলটা এমনই হয়। বাংলার ছেলেরা দারুণ খেলেছ।'
When hard work meets experience, results look like this! 🙌 well done bengal boys #RanjhaTrophy #Mdshami11 #Shami #GameChanger pic.twitter.com/Jlp4PGvP9j
— 𝕸𝖔𝖍𝖆𝖒𝖒𝖆𝖉 𝖘𝖍𝖆𝖒𝖎 (@MdShami11) October 18, 2025
তবে শামি চার দিনের ম্যাচে মাঠে নেমে পারফর্ম করলেও, অস্ট্রেলিয়া সফরে তাঁকে বাদ দেওয়ার কারণ হিসাবে ফিটনেসের দিকেই আঙুল নির্বাচকপ্রধান অজিত আগরকর। এই কথা শোনার পর তারকা ডানহাতি পেসার ক্ষোভ প্রকাশ করে জানিয়েছিলেন যে তাঁর ফিটনেস নিয়ে আপডেট নেওয়ার কাজ তো নির্বাচক প্রধানেরই। চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন শামি। এরপর থেকেই জাতীয় দলের বাইরে রয়েছেন তারকা পেসার।
আগরকর সম্প্রতি আরও একবার বলেছেন, ''ইংল্যান্ড সিরিজের জন্য যে শামিকে ভাবা হব, সেই সময় সে একদমই ফিট ছিল না। এমনকী গত ৬-৭ মাসে ক্রমাগত চোট আঘাত পেয়েছে। এরজন্যই অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজে ওকে ভাবা হয়নি।''
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আরও বলেছেন, ''যদি শামি এখানে থাকত, আমি তাঁকে উত্তর দিতাম। যদি সে ফিট থাকে, তাহলে আমাদের শামির মতো বোলার কেন নেই? আমি তার সঙ্গে অনেকবার কথা বলেছি। গত ছয় থেকে আট মাস ধরে, আমরা জেনেছি যে সে ফিট ছিল না। ইংল্যান্ড সফরের জন্য নির্বাচিত হওয়ার মতো সে যথেষ্ট ফিট ছিল না। যদি সে আমাকে এটা জিজ্ঞেস করত, আমি উত্তর দিতাম।''
আগরকর আরও বলেন, ''রঞ্জি ট্রফির প্রথম রাউন্ডের খেলা শুরু হয়েছে। যদি বেশ কয়েকটি ম্য়াচে শামি ভাল পারফর্ম করতে পারে, তাহলে অবশ্য়ই ওকে জাতীয় দলে ফিরিয়ে আনা হবে। কিন্তু গত কয়েক মাসে তেমন ম্য়াচফিট ও কখনওই ছিল না।''



















