Shami On Agarkar: ফিটনেস নিয়ে প্রশ্ন নির্বাচক প্রধান আগরকরের, ইডেনে ফের বোমা ফাটালেন শামি
Eden Gardens: ফের শামির ফিটনেস নিয়ে সংশয় প্রকাশ করেছেন আগরকর। কী প্রতিক্রিয়া দিলেন ভারতীয় ফাস্টবোলার?

সন্দীপ সরকার, কলকাতা: মহম্মদ শামি (Mohammed Shami) কি ফিট?
এই প্রশ্নেই তোলপাড় হচ্ছে ভারতীয় ক্রিকেট। নির্বাচক কমিটির প্রধান একের পর এক বোমা ফাটিয়ে চলেছেন। পাল্টা জবাব দিয়ে চলেছেন ডানহাতি ফাস্টবোলারও। বিতর্কে উথালপাতাল ভারতীয় ক্রিকেট।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণার সময়ই ভারতীয় দলের নির্বাচক প্রধান অজিত আগরকর (Ajit Agarkar) বলেছিলেন যে, শামির ফিটনেস নিয়ে তাঁদের কাছে কোনও আপডেট নেই। যা নিয়ে প্রথমে নিজের ইউটিউব চ্যানেলে, পরে ইডেনে বাংলার প্রথম রঞ্জি ট্রফির ম্যাচের আগে বোমা ফাটিয়েছিলেন শামি। স্পষ্ট ভাষায় বলেছিলেন, আপডেট পেতে গেলে খবর রাখতে হয়। এ-ও বলেছিলেন যে, তিনি ফিট কি না, সেটা নির্বাচকদের জানানো তাঁর কাজ নয়।
ফের শামির ফিটনেস নিয়ে সংশয় প্রকাশ করেছেন আগরকর। একটি অনুষ্ঠানে আগরকর বলেছেন, 'শামি ফিট থাকলে ভারতীয় দলে থাকত।' স্পষ্ট ইঙ্গিত, শামি ফিট নন। এবং সেই কারণেই তাঁকে ভারতীয় দলে রাখা হয়নি।
শুক্রবার, ইডেনে উত্তরাখণ্ডের বিরুদ্ধে বাংলার রঞ্জি ট্রফির ম্যাচের তৃতীয় দিনের শেষে এ নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হয়েছিল শামির। বাংলার পেসার স্বাভাবিকভাবেই খুশি হননি। শরীরী ভাষাতেই যেন তা বুঝিয়ে দিলেন। কাঁধ ঝাঁকিয়ে বললেন, 'যা খুশি বলতে দিন। উনি যা ইচ্ছে বলুন। আপনারাও দেখেছেন আমি কীরকম বল করছি। সবই চোখের সামনে।' শামির মন্তব্য নিয়ে ফের জলঘোলা শুরু হয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। দেশের অন্যতম সেরা ফাস্টবোলারের সঙ্গে নির্বাচক কমিটির প্রধানের সংঘাতও যে ভীষণ ব্যতিক্রমী এক ছবি!
ভারতয়ী দলে (Indian Cricket Team) শামিকে শেষবার মাঠে দেখা গিয়েছিল ৯ মার্চ। দুবাইয়ে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলেছিলেন তিনি। চ্যাম্পিয়নও হয়েছিল ভারত। তারপর থেকে তিনি জাতীয় দলের বাইরে। তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে। মাঝে দলীপ ট্রফিতে খেলেছেন। এবার ফিরেছেন বাংলার জার্সিতে। বুধবার থেকে ইডেন গার্ডেন্সে উত্তরাখণ্ডের বিরুদ্ধে ম্যাচে বাংলার পেস বোলিং আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন শামি (Mohammed Shami)।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের দল ঘোষণার সময় ভারতের সিনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর জানিয়েছিলেন, শামির ফিটনেস নিয়ে তাঁদের কাছে আপডেট নেই। ইডেনে বাংলার প্র্যাক্টিসে যোগ দিয়েই যা নিয়ে বোমা ফাটিয়েছিলেন শামি। বলেছিলেন, 'আপডেটের জন্য আপডেট চাইতে হবে বা জানতে হবে। কে কাকে আপডেট দেবে কী করবে সেটা তো আমার দায়িত্ব নয়। আমার কাজ হচ্ছে এনসিএ যেতে হবে, ম্যাচ খেলতে হবে, প্রস্তুতি নিতে হবে। ওদের কে আপডেট দেয় আর কে দেয় না, সেটা ওদের ব্যাপার। এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে না।'
শামি বনাম আগরকর লড়াই যেন থামার নয়।




















