Mohammed Shami: ভারতীয় দলে ব্রাত্য, নতুন শপথ নিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরছেন শামি, কবে আসছেন কলকাতায়?
Ranji Trophy: শামি ফিনিক্স পাখির মতো। ধ্বংসস্তুপ থেকে উড়তে জানেন। যখন সকলেই ধরে নেন যে, তিনি ফুরিয়ে গিয়েছেন, অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটান। যেমন ঘটিয়েছিলেন ২০২৩ সালের বিশ্বকাপে।

সন্দীপ সরকার, কলকাতা: আইপিএল (IPL) শেষ হওয়ার পর গত ৬ মাসে তিনি খেলেছেন একটি মাত্র ম্যাচ। দলীপ ট্রফির (Duleep Trophy) সেই ম্যাচে ৩৪ ওভার বোলিং করে পেয়েছিলেন মাত্র এক উইকেট।
তাঁর মুখের ওপর এক এক করে বন্ধ হয়েছে দরজা। ইংল্যান্ড সফরের ভারতীয় দলে ডাক পাননি। এশিয়া কাপে (Asia Cup 2025) ব্রাত্য। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজে সুযোগ পাননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে ও টি-২০ সিরিজেও উপেক্ষিত হয়েছে তাঁর নাম। নির্বাচক প্রধান অজিত আগরকরের কথা থেকেও তাঁর ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
তবে তিনি, মহম্মদ শামি যোদ্ধা। ক্রিকেটের বাইশ গজে নিজেকে নতুন করে প্রমাণ করতে মরিয়া। সংকল্প সাজিয়ে নিয়েছেন ডানহাতি পেসার। যে মঞ্চ থেকে তাঁর উত্থান, সেই বাংলার জার্সিতে রঞ্জি ট্রফির শুরু থেকেই খেলার সিদ্ধান্ত নিয়েছেন শামি।
বুধবার আসন্ন রঞ্জি ট্রফির প্রথম ম্যাচের জন্য ১৭ সদস্যের বাংলা দল ঘোষণা করা হল। সেই দলে রাখা হয়েছে মহম্মদ শামিকে। বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল বলেছেন, 'শামি প্রথম ম্যাচ থেকেই খেলবে বলে জানিয়েছে। ১৫ অক্টোবর ইডেনে উত্তরাখণ্ডের বিরুদ্ধে আমাদের প্রথম ম্যাচ। ১২ তারিখ রাতে ও কলকাতায় ঢুকে যাবে। ম্যাচের আগে দুদিন মতো প্র্যাক্টিস করে ও ম্যাচে নামবে।'
চোট আঘাত সম্প্রতি শামিকে ভুগিয়েছে। যদিও এখন তিনি ফিট বলেই পেসারের ঘনিষ্ঠ বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে। ওজনও নাকি কমিয়েছেন শামি। তবে ভারতীয় শিবির থেকে তাঁর ফিটনেস নিয়ে ধন্দ রাখা হচ্ছে। এমনও বলা হচ্ছে যে, শামির ফিটনেস নিয়ে সংশয় রয়েছে। গত কয়েক মাসে তিনি যে সেভাবে ম্যাচ খেলেননি, সেটাও ভাসিয়ে দেওয়া হচ্ছে বিভিন্নভাবে। অনেকেই ধরে নিয়েছেন, জাতীয় দলের জার্সিতে শামির কেরিয়ার হয়তো শেষ।
তবে শামি ফিনিক্স পাখির মতো। ধ্বংসস্তুপ থেকে উড়তে জানেন। যখন সকলেই ধরে নেন যে, তিনি ফুরিয়ে গিয়েছেন, অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটান। যেমন ঘটিয়েছিলেন ২০২৩ সালের বিশ্বকাপে। প্রথম দিকে একাদশে সুযোগ না পাওয়া শামি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন।
ফের সেরকমই এক ফিরে আসার সংকল্প বুনছেন ৩৫ বছর বয়সী ডানহাতি পেসার।
নির্বাচিত বাংলা দল: অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), অভিষেক পোড়েল (উইকেটকিপার ও সহ অধিনায়ক), সুদীপ কুমার ঘরামি, অনুষ্টুপ মজুমদার, সুদীপ চট্টোপাধ্যায়, সুমন্ত গুপ্ত, সৌরভ কুমার সিংহ, বিশাল ভাটি, মহম্মদ শামি, আকাশ দীপ, সূরয সিন্ধু জয়সওয়াল, শাকির হাবিব গাঁধী (উইকেটকিপার), ঈশান পোড়েল, কাজি জুনেইদ সইফি, রাহুল প্রসাদ, সুমিত মোহান্ত ও বিকাশ সিংহ।




















