Mohammed Shami: আদালতে বড় ধাক্কা ভারতীয় ক্রিকেটারের, প্রত্যেক মাসে দিতে হবে ৪ লক্ষ টাকা
Calcutta High Court: দেশের ক্রিকেট তারকা মহম্মদ শামিকে, তাঁর স্ত্রী হাসিন জাহান এবং মেয়ের জন্য ভরণপোষণ বাবদ প্রতি মাসে ৪ লক্ষ টাকা করে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

কলকাতা: তাঁদের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। একসঙ্গে থাকেন না। ম্যাচ না থাকলে ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামি এখন থাকেন উত্তর প্রদেশের আমরোহায় নিজের ফার্মহাউসে। আর স্ত্রী হাসিন জাহান কন্যা আঈইরাকে নিয়ে থাকেন দক্ষিণ কলকাতায় শামির বাড়িতে। তবে আইনি লড়াই চলছে। যে লড়াইয়ে বড় ধাক্কা খেলেন মহম্মদ শামি (Mohammed Shami)।
দেশের (Indian Cricket Team) ক্রিকেট তারকা মহম্মদ শামিকে, তাঁর স্ত্রী হাসিন জাহান এবং মেয়ের জন্য ভরণপোষণ বাবদ প্রতি মাসে ৪ লক্ষ টাকা করে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় হাসিন জাহানকে প্রতি মাসে দেড় লক্ষ টাকা এবং তাঁদের মেয়ে আইরার জন্য প্রতি মাসে আড়াই লক্ষ টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। নিম্ন আদালতে ভরণপোষণ চেয়ে হাসিনের দায়ের করা মামলায় নির্দেশিত টাকার পরিমাণে সন্তুষ্ট না হয়ে হাইকোর্টের দ্বারস্থ হন হাসিন। সেই মামলাতেই মঙ্গলবার এমন নির্দেশ দিল হাইকোর্ট।
শুধু মাসে চার লক্ষ টাকা করে দিলেই হবে না, কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী, সাত বছর ধরে (২০১৮ সালে হয়েছিল মামলা) চলছে এই মামলা এবং সেই অনুপাতে সাত বছর মাসিক ৪ লক্ষ টাকা করে হিসেবে বকেয়া টাকাও পরিশোধ করতে হবে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা তারকাকে। এর জন্য ৬ মাস সময় দেওয়া হয়েছে শামিকে।
ভারতের তারকা পেসারের সময়টা ভাল যাচ্ছে না। সম্প্রতি মাঠে তাঁর পারফরম্যান্স আহামরি নয়। আইপিএলে তিনি এবার খেলেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। কিন্তু নজর কাড়তে পারেননি। সব ম্যাচে খেলেননি। ৯ ম্যাচে নিয়েছিলেন ৬ উইকেট। তাও ওভার প্রতি ১১.২৩ রান করে খরচ করে। টি-২০ ক্রিকেটের নিরিখে যা বেশ ব্যয়বহুল।
View this post on Instagram
চোট আঘাত ভোগাচ্ছে ডানহাতি পেসারকে। ভারতীয় দল থেকেও বাদ পড়েছেন। অনেকেই ভেবেছিলেন যে, ইংল্যান্ড সফরে ভারতের টেস্ট দলে সুযোগ পাবেন শামি। কিন্তু পুরোপুরি ফিট না হওয়ায় তাঁকে দলে রাখা হয়নি।
View this post on Instagram
সম্প্রতি বেঙ্গল প্রো টি-২০ লিগেও দেখা যায়নি ডানহাতি ফাস্টবোলারকে।




















