রাজকোট: নাগাড়ে তিন জয়ের পর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (Syed Mushtaq Ali Trophy 2024) গত ম্যাচে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ধাক্কা খেয়েছিল বাংলা। হারতে হয়েছিল ম্যাচ। তবে ঠিক পরের ম্যাচেই জয়ের সরণিতে ফিরলেন সুদীপ ঘরামিরা। মেঘালয়কে কার্যত একপেশে এক ম্যাচে উড়িয়ে দিল বাংলা। ৪৯ বল বাকি থাকতেই ছয় উইকেটে ম্যাচ জিতে নিল বাংলা। দলের হয়ে অনবদ্য হাফসেঞ্চুরি হাঁকিয়ে জয়ের পথ সুগম করেন অভিষেক পোড়েল (Abhishek Porel)।


পাঁচ ম্যাচ খেলে চারটি জয়ের সুবাদে ১৬ পয়েন্ট হয়ে গেল বাংলার।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: কনস্টাসের শতরান সত্ত্বেও হর্ষিত রানার চার উইকেটে ২৪০ রানেই শেষ প্রধানমন্ত্রী একাদশের ইনিংস