(Source: ECI | ABP NEWS)
Ziva Dhoni: বড় হয়ে কী হতে চায় ধোনির মেয়ে জিভা? উত্তর শুনে প্রশংসায় পঞ্চমুখ সকলে
MS Dhoni: ক্রিকেট জগতে এমন অনেক খেলোয়াড় আছেন, যাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে ক্রিকেটারই হতে চায় বা চেয়েছে ।

রাঁচি: মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) ২০২০ সালের ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন । এরপর ধোনিকে কেবল আইপিএলে খেলতেই দেখা যায় । অবসরের পর ধোনি তাঁর পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন । এমএস ধোনির সঙ্গে তাঁর স্ত্রী সাক্ষী এবং মেয়ে জিভার বিভিন্ন জায়গায় ঘোরার ছবি প্রায়ই দেখা যায় । সাধারণত দেখা যায়, ক্রিকেটারদের ছেলেমেয়েরা বড় হয়ে ক্রিকেটেই ভবিষ্যৎ খুঁজে নেয়, কিন্তু মাহি-র মেয়ে জিভা ধোনি তাঁর বাবার মতো ক্রিকেটার হতে চায় না ।
বড় হয়ে কী হতে চায় জিভা ধোনি?
ক্রিকেট জগতে এমন অনেক খেলোয়াড় আছেন, যাদের ছেলেমেয়েরা ভবিষ্যতে ক্রিকেটারই হতে চায় বা চেয়েছে । ভারতীয় ক্রিকেটে এমন অনেক উদাহরণ দেখা গিয়েছে । সুনীল গাওস্করের ছেলে রোহন গাওস্করও ক্রিকেট খেলেছেন । সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর আইপিএলে খেলেছেন । ঘরোয়া ক্রিকেটে খেলেন । তেমনই বীরেন্দ্র সহবাগের ছেলে আর্যবীর সহবাগও ক্রিকেটে নিজের ভবিষ্যৎ গড়তে চায় । কিন্তু ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির মেয়ে জিভা বড় হয়ে প্রকৃতিবিদ (Naturalist) হতে চায় । প্রকৃতিবিদ কী পেশা? এরা সেই সব মানুষ, যাঁরা পরিবেশ এবং তার সঙ্গে জড়িত জিনিসপত্রের খেয়াল রাখেন ।
এমএস ধোনির মেয়ে জিভা ধোনির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । ধোনির স্ত্রী সাক্ষী এবং মেয়ে জিভা একসঙ্গে হরিদ্বার গিয়েছিল । সেখানে শ্রীগঙ্গা সভার সাধারণ সম্পাদক তন্ময় বশিষ্ট জিভাকে জিজ্ঞাসা করেন, "বড় হয়ে তুমি কী হতে চাও, তুমি কি কিছু ঠিক করেছ?" এর উত্তরে জিভা ধোনি জানায় যে, সে প্রকৃতিবিদ হতে চায় । এর পরে সাক্ষী ধোনি বলেন, "আমি আশা করি, ভবিষ্যতে এটা হবে ।" উল্লেখ্য, জিভা ধোনির বয়স এখন ১০ বছর এবং সে ভবিষ্যতে পরিবেশের জন্য কাজ করতে চায় । ধোনিকেও পরিবেশের সঙ্গে জড়িত কাজ করতে দেখা যায়, তেমনই তাঁর মেয়েও বড় হয়ে এটা পেশাগতভাবে করতে চায় ।
View this post on Instagram




















