প্যারিস: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) খেলছে ভারত। প্রথম দুই ম্যাচের দুটিতেই জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া (Team India)। আগের ম্যাচেই হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। সুপার এইটে কার্যত পাকা ভারতের জায়গা। দীর্ঘ ১১ বছর কোনও আইসিসি ট্রফি জেতেনি ভারত। ওয়ান ডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ বা টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ, বারবার ফাইনালে উঠে হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। সেই খরা কাটাতে এবার মরিয়া রোহিত শর্মা ও কোম্পানি।
শেষবার যাঁর হাত ধরে কোনও আইসিসি ট্রফি এসেছিল ভারতের ঘরে, সেই মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) অবশ্য খোশমেজাজে। এবং বিশ্বকাপ থেকে বহু যোজন দূরে। ২০১৩ সালে তাঁরই নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। সেটাই টিম ইন্ডিয়ার জেতা শেষ কোনও আইসিসি ট্রফি। তারপর ১১ বছর কেটে গিয়েছে। ট্রফিহীন ভারত। ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপেও ধোনিরই নেতৃত্বে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে ট্রফি জেতেন ধোনিরা। শুরু হয়েছিল ভারতীয় ক্রিকেটের নতুন এক অধ্যায়ের।
তার চার বছর পর, ২০১১ সালে ওয়ান ডে বিশ্বকাপেও ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় ভারত। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন ধোনি অবশ্য ক্রিকেট থেকে অনেক দূরে। কয়েক বছর আগে টি-২০ বিশ্বকাপে তাঁকে ভারতীয় দলের মেন্টর করে পাঠানো হয়েছিল। এবার অবশ্য ধোনি ইউরোপে ছুটি কাটাচ্ছেন। সঙ্গে স্ত্রী সাক্ষী সিংহ ধোনি ও মেয়ে জীভা। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
অনন্ত অম্বানির বিয়ে উপলক্ষ্যে ইতালি সফরে গিয়েছিলেন ধোনি। আপাতত ছুটির মেজাজে ক্যাপ্টেন কুল।
আরও পড়ুন: জুতো লক্ষ্য করে বোলিং, পাঞ্জাবি গান আর খাবার, বুমরার অজানা গল্প শোনালেন সতীর্থ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।