ব্লুমফন্টেন: যুব বিশ্বকাপে (U19 World Cup 2024) ভারতীয় দলের দাপট অব্যাহত। সুপার সিক্সের ম্যাচে নিউজ়িল্যান্ডকে (IND U19 vs New Zealand U19) কার্যত উড়িয়ে দিল ভারতীয় দলের ছোটরা। ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের ২৯৫ রানের জবাবে মাত্র ৮১ রানেই শেষ হয়ে গেল নিউজ়িল্যান্ডের ইনিংস। ২১৪ রানের বিরাট ব্যবধানে ম্যাচ জেতে ভারতীয় দল। ব্যাট, বলে অনবদ্য পারফর্ম করে ম্যাচের সেরা নির্বাচিত হন মুশির খান (Musheer Khan)।
বল হাতে ভারতের শুরুটা অনেকটা স্বপ্নের মতোই হয়। ইনিংসের প্রথম বলেই রাজ লিম্বানি ইংল্যান্ড ওপেনার টম জোন্সকে সাজঘরে ফেরত পাঠান। স্নেহিথ রেড্ডিও একই ওভারে খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। স্ট্যাকপোলকে ফিরিয়ে নিউজ়িল্যান্ডকে তৃতীয় ধাক্কাটি দেন সৌম্য পাণ্ডে। শুরুতেই পরপর উইকেট হারানোর ধাক্কা সামলেই উঠতে পারেনি কিউয়িরা। অর্ধশতরানের গণ্ডি পার করার আগেই আধা কিউয়ি দল সাজঘরে ফিরে যায়। শেষমেশ ৮১ রানেই গোটা দল অল আউট হয়ে যায়।
প্রথম ইনিংস
এদিন নিউজ়িল্য়ান্ড টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। গত ম্যাচে সেঞ্চুরি হাঁকানো অর্শিন কুলকার্নী এদিন অবশ্য ব্যাট হাতে ব্যর্থ হন। মাত্র নয় রান করে সাজঘরে ফিরতে হয় তাঁকে। তারপরেই তিন নম্বরে ব্যাটে নামেন মুশির। এরপর ওপেনার আদর্শ সিংহের সঙ্গে মিলে ইনিংস গঠনের কাজ করেন মুশির। দুইজনে মিলে ৭৭ রানের পার্টনারশিপ গড়েন। আদর্শ ৫২ রান করে আউট হওয়ার পর মুশির খানিকটা দেখেশুনেই নিজের ইনিংস এগোন। অধিনায়ক উদয় শরণের সঙ্গে মিলে তৃতীয় উইকেটে ৮৭ রান যোগ করেন মুশির।
উদয় ৩৪ রানের ইনিংস খেলেন। অপরদিক থেকে তেমন সহায়তা না পেলেও মুশির নিজের ইনিংস চালিয়ে যান। শেষমেশ তিনি যখন আউট হন, ততক্ষণে ২৭৫ রান বোর্ডে তুলে ভারত লড়াইয়ের রসদ পেয়ে গিয়েছে। শেষমেশ ২৯৫ রানে শেষ হয় ভারতের ইনিংস। ব্যাট হাতে ১৩১ রানের ইনিংস খেলেন মুশির।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: ম্যাচ খেলে ফেরার পথে অসুস্থ ময়ঙ্ক আগরওয়াল, ভর্তি হলেন হাসপাতালে