মুম্বই: সেটি ছিল ২০২২ সালের ডিসেম্বর মাস। এটি ২০২৪ সালের সেপ্টেম্বর। ২ বছরের মাথায় ফের গাড়ি দুর্ঘটনার কবলে তরুণ ভারতীয় ক্রিকেটার। ঋষভ পন্থের পর এবার মুশির খান (Musheer Khan)। ১৯ বছরের তরুণ মুম্বই ক্রিকেটার গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন। গুরুতর আহত তিনি। ভারতীয় দলের জার্সিতে কিছুদিন আগেই অভিষেক করা সরফরাজ খানের ভাই মুশির আজমগড় থেকে লখনউ যাচ্ছিলেন ইরানি ট্রফি (Irani Trophy 2024) খেলতে। কিন্তু পথেই গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন তিনি। কাঁধে মারাত্মক চোট পেয়ে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন মুশির। সূত্রের খবর, আগামী ১৬ সপ্তাহ হয়ত মাঠের বাইরেই থাকতে হবে তরুণ এই মুম্বইকরকে।
স্থানীয় সূত্রে খবর, বাবা নৌশাদ খানের সঙ্গেই গাড়িতে ইরানি ট্রফি খেলতে যাচ্ছিলেন মুশির। সেই সময় যমুনা এক্সপ্রেসওয়েতে ডিভাইডারে ধাক্কা মারে তাঁদের গাড়িটি। উল্টে যায় গাড়িটি। কাঁধে মারাত্মক চোট পান মুশির। তাঁর হাড় ভেঙেছে বলেও শোনা গিয়েছে। বিপদসীমার বাইরে বেরিয়ে গিয়েছেন। তবে জানা গিয়েছে গাড়িটি উল্টে চার-পাঁচবার পাল্টি খেয়েছিল।
লাল বলের ফর্ম্য়াটে মুশিরের পারফরম্য়ান্স বেশ চমকপ্রদ ছিল। দলীপ ট্রফিতে ইন্ডিয়া বি দলের হয়ে ১৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। জানা গিয়েছে যে আগামী রবিবার মুম্বইয়ে নিয়ে আসা হবে মুশিরকে। সেখানেই তাঁর চিকিৎসা হবে।
২০২২ সালের ডিসেম্বরে ভয়বহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন পন্থ। গাড়ি দুর্ঘটনার জেরে শরীরের একাধিক অংশে গুরুতর চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। ডান হাতের কবজি, গোড়ালি, পায়ের পাতায় চোট ছিল। প্রায় দেড় বছর পরে ২২ গজে ফিরত পেরেছিলেন দিল্লির তরুণ এই উইকেট কিপার ব্যাটার। এর আগে যাতে কোনওভাবেই তাঁর শরীরে সংক্রমণ না ছড়ায়, সেজন্য আইসিইউ থেকে প্রাইভেট কেবিনে স্থানান্তর করা হয়েছিল পন্থকে। মাঠে ফেরার পর আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেন। আইপিএলে অনেক দিন ধরেই দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে কাজ করছেন ঋষভ পন্থ। ২০০২ সালে গাড়ি দুর্ঘটনার পর প্রায় ১৪ মাসের মাথায় চলতি বছর আইপিএল দিয়ে ২২ গজে প্রত্যাবর্তন করেন বাঁহাতি উইকেট কিপার ব্যাটার। গত আইপিএলে ১৩ ম্য়াচে ৪৪৬ রান করেছেন পন্থ। বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্টেও শতরান হাঁকিয়েছিলেন পন্থ। মুশিরও দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরে আসুক, এমনটাই প্রার্থনা করছেন সবাই।