অমৃতসর: ২০২৭ বিশ্বকাপ (2027 Cricket World Cup) ও ভারতীয় দলের সম্ভাবনা নিয়ে একটি মন্তব্য করেছিলেন নভজ্যোৎ সিংহ সিঁধু (Navjot Singh Sidhu)। যদিও সেই বক্তব্যটি না কি পুরো ভুয়ো। তাঁর নামে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে, এমনটাই জানিয়ে দিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার।  কিন্তু কী ছিল সেই বক্তব্যে? ভাইরাল হওয়ার সিঁধুর মতে ২০২৭ বিশ্বকাপে যদি ভারতীয় ক্রিকেট দলকে চ্যাম্পিয়ন হতে হয়, তাহলে অতি দ্রুত গৌতম গম্ভীরকে হেডকোচের পদ থেকে ও অজিত আগরকরকে নির্বাচক প্রধানের পদ থেকে সরাতে হবে। তবে সিঁধু বলছেন, তিনি না কি এমন কিছু বলেননিই। 

Continues below advertisement

সোশ্য়াল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে। সেখানে জানানো হয়েছে যে সিঁধু বলেছেন, ''বিশ্বকাপের আগে রোহিত শর্মাকে সম্মানের সঙ্গে নেতৃত্ব ফিরিয়ে দেওয়া হোক। তাতেই ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ জিততে পারবে ভারত। গৌতম গম্ভীর ও অজিত আগরকরকেও সরিয়ে দেওয়া উচিৎ দ্রুত।''

যদিও নিজের সোশ্য়াল মিডিয়ায় একটি বিবৃতি দিয়েছেন সিঁধু। সেখানে তিনি জানিয়েছেন, তাঁর নামে না কি ভুয়ো খবর রটানো হচ্ছে। তিনি এমন কিছু বক্তব্য করেননি। নিজের এক্স হ্যান্ডেলের সেই পোস্ট করেছেন প্রাক্তন ভারতীয় ওপেনার।

Continues below advertisement

 

সাত-আট মাস পরে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন খুব একটা ভাল হয়নি রোহিত শর্মা ও বিরাট কোহলির। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথে প্রথম ওয়ান ডে ম্য়াচে দুজনেই দ্রুত প্যাভিলিয়ন ফিরেছেন। রোহিতের ব্যাট থেকে এসেছিল ৮ রান। কোহলির ব্য়াট থেকে এসেছিল ৮ রান। নিজের ৫০০ তম আন্তর্জাতিক ম্য়াচ খেলতে নেমে মাত্র ৮ রান করেই ফিরে গেলেন হিটম্য়ান।

কিছুদিন আগেই কানাঘুষো শোনা যাচ্ছিল রোহিত শর্মা ও বিরাট কোহলিকে হয়ত অস্ট্রেলিয়া সিরিজের পর আর দেশের জার্সিতে খেলতে দেখা যাবে না। তবে সেই সম্ভাবনায় কোথাও জল ঢেলে দিয়েছিলেন বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্ল। তিনি বলছেন, "এমনটা শোনা যাচ্ছে যে বিরাট ও রোহিতের না কি এটাই শেষ সিরিজ। কিন্তু আদৌ সেরকম কোনও বিষয়ই নেই। আর সবচেয়ে বড় কথা অবসর নেওয়ার পুরো সিদ্ধান্তটাই তাঁদের নিজেদের ওপর থাকে। তাই এটাই ওদের শেষ সিরিজ, এমনটা বলা পুরো ভুল।''