Navjot Singh Sidhu: বাবার কথা শুনতে স্বপ্নকে জলাঞ্জলি দিয়েছিলেন, অনুশীলনে রক্ত ঝড়ত, স্মৃতিচারণায় সিঁধু
Navjot Singh Sidhu Update: প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সম্প্রতি এক রিয়্যালিটি শোতে এসে জানিয়েছেন যে নিজের স্বপ্নকে জলাজঞ্জলি দিয়েছিলেন কারণ তাঁর বাবা না কি আটকে দিয়েছিলেন তাঁকে।

মুম্বই: ক্রিকেট নয়, আর্মিতে যাওয়াই না কি স্বপ্ন ছিল নভজ্যোৎ সিংহ সিঁধুর (Navjot Singh Sidhu)। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সম্প্রতি এক রিয়্যালিটি শোতে এসে জানিয়েছেন যে নিজের স্বপ্নকে জলাজঞ্জলি দিয়েছিলেন কারণ তাঁর বাবা না কি আটকে দিয়েছিলেন তাঁকে। ঠিক কী হয়েছিল?
ইন্ডিয়ান গট ট্যালেন্ট বলে একটি রিয়্যালিটি শোয়ে এই মুহূর্তে বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন সিঁধু। ক্রিকেট ছাড়ার পর রাজনীতিবিদ, ধারাভাষ্যকার বিভিন্ন ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। এমনকী বেশ কয়েকটি কমেডি শো-তেও প্রধান অতিথি বা কখনও বিচারক হিসেবে উপস্থিত হয়েছেন। ইন্ডিয়াস গট ট্যালেন্ট বলে যে রিয়্যালিটি শো সম্প্রতি শুরু হয়েছে, সেখানেই মালাইকা আরোরা ও শানের সঙ্গে বিচারক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন সিঁধু। সেখানেই এক সাক্ষাৎকারে সিঁধু বলেন, "আমি আর্মিতে যেতে চেয়েছিলাম। ইন্ডিয়ান মিলিটারি অ্য়াকাডেমিতে প্রথম পদক্ষেপে উত্তীর্ণ হয়ে গিয়েছিলাম। কিন্তু যেই মুহূর্তে আমি যাব, বাবা আমাকে আটকে বলেছিলেন যে তিনি আমাকে ছেড়ে থাকতে পারবেন না। ব্যস, আমি আর যেতে পারিনি। আমি নিজের জন্য যে কেরিয়ারের স্বপ্ন দেখেছিলাম, তা জলাঞ্জলি দিয়েছিলাম। পরে বুঝেছিলাম যে আমার বাবা চেয়েছিলেন যে আমি ক্রিকেটার হিসেবে নিজের কেরিয়ার গড়ে তুলি।''
প্রথমবার জাতীয় দলে সুযোগ পাওয়ার পর কীভাবে সিঁঁধুর বাবা তা উদযাপন করেছিলেন, সে কথাও জানান প্রাক্তন ভারতীয় ওপেনার। সিঁধু বলছেন, ''আমি যখন প্রথমবার ভারতীয় দলে সুযোগ পেলাম, আমার বাবা গোটা শহরে তা উদযাপন করেছিলেন। কিন্তু কিছুদিন পরে আমি যখন প্রথমবার জাতীয় দল থেকে বাদ পড়েছিলাম, তখন আমার বাবা খুব দুঃখিত হয়েছিলেন। বাবাকে কাঁদতে দেখেছিলাম প্রথমবার।"
এখান থেকেই নিজের অনুপ্রেরণা জোগার করেছিলেন সিঁধু। তিনি বলেন, ''এরপর চার বছর লেগেছিল। আমি জেদ করেছিলাম যে বাবার স্বপ্ন আমি পূরণ করবই। সেই থেকে নিজের জীবনযাত্রায় আমূল পরিবর্তন আনি। ভোর ৩টের সময় আমি ঘুম থেকে উঠতাম। নিজেই পিচে রোল করতাম। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করতাম। ১২৫টি ছক্কা হাঁকাতাম রোজ। অনেক সময় হাত রক্তাক্ত হত। স্পেশাল এক গ্লাভস পরে অনুশীলন করতাম, যেখানে রক্ত শুষে নিত। এরপর বিশ্বকাপের ভারতীয় দলে সুযোগ পেয়েছিলাম। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্য়াচে পাঁচটি ছক্কা হাঁকিয়েছিলাম। পরের ম্যাচেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্য়াচে ছয়টি ছক্কা হাঁকিয়েছিলাম।''
উল্লেখ্য, দেশের জার্সিতে ৫১টি টেস্ট ও ১৩৬টি ওয়ান ডে ম্য়াচ খেলেছেন নভজ্যোৎ সিংহ সিঁধু।



















